জমি জট কেটে অবশেষে সুখবর, নসিপুর সেতু দিয়ে ছুটবে ট্রেন? জানিয়ে দিল রেল

বাংলা হান্ট ডেস্ক: জমি জট কেটে যাওয়ায় প্রায় আড়াই দশক পর রেলের চাকা গড়াতে চলেছে মুর্শিদাবাদের নশিপুর রেলব্রিজের উপর দিয়ে। জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে রেলের কাজ। ২০২৪ এর ফেব্রুয়ারীর মধ্যেই পুরোদমে ট্রেন ছুটবে নসিপুর সেতু দিয়ে। সম্প্রতি এমনটাই জানাল পূর্ব রেলওয়ে।

গত শনিবার মুর্শিদাবাদের নতুন নসিপুর রেলসেতু পরিদর্শনে গেছিলেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের অমরপ্রকাশ দ্বিবেদী। সবকিছু সরেজমিনে দেখার পর এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, লালগোলা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত প্রত্যেকটি স্টেশন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার।

সেই মত একে একে সমস্ত রেলস্টেশন পরিদর্শন করেছেন তিনি। এইদিন মুর্শিদাবাদ স্টেশনে এসে সেখানকার কাজকর্ম খতিয়ে দেখেন অমরপ্রকাশ দ্বিবেদী। পাশাপাশি এলাকা চত্বর পুরোটাই ঘুরে দেখার চেষ্টা করেন। এরপর সেখান থেকে সোজা রওনা দেন নসিপুরের উদ্দেশ্যে। রেল সেতু পরিদর্শন করার পর বসেন সাংবাদিক সম্মেলনে।

এইদিন সাংবাদিক সম্মেলনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বলেন, নসিপুর-আজিমগঞ্জ রেলসেতু আগামী বছর অর্থাৎ, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রেল চলাচল শুরু হয়ে হয়ে যাবে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সমস্ত কাজ শেষ করার চেষ্টা করছে রেল। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ফেব্রুয়ারীতেই নসিপুরের উপর দিয়ে গড়াবে রেলের চাকা।

nashipur railway bridge feature pic

উল্লেখ্য , লালবাগের সঙ্গে আজিমগঞ্জের নশিপুরের ব্রিজের সংযোগ স্থাপন হলে খুব সহজেই ফরাক্কা হয়ে পাটনা দিয়ে উত্তর ভারতে রেলপথ ব্যবহার করে যাওয়া যাবে। এখন কলকাতা থেকে উত্তর ভারত যেতে গেলে দুর্গাপুর-আসানসোলের উপর দিয়ে যেতে হয়। এই রেলপথ তৈরি হয়ে গেলে আর সেই ঝক্কি থাকবেনা।

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর