“অনুগ্রহ করে শুনবেন….”, ভিড় সামলাতে এবার বড় পদক্ষেপ শিয়ালদহ স্টেশনে, জানলে হবেন খুশি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের ব্যস্ততম স্টেশনগুলির অন্যতম শিয়ালদহ (Sealdah Railway Station)। প্রতিদিন একগুচ্ছ লোকাল ট্রেন ছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেন আসা-যাওয়া করে শিয়ালদহ স্টেশন থেকে। তবে অফিস টাইমে এবং বিশেষ বিশেষ কিছু দিনে মাত্রা ছাড়িয়ে যায় শিয়ালদহ স্টেশনের যাত্রী ভিড়। এবার অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার লক্ষ্যে নতুন প্রবেশ ও প্রস্থান গেট খুলে গেল শিয়ালদহ স্টেশনে।

শিয়ালদহ (Sealdah Railway Station) স্টেশনে নয়া চমক

যাত্রী সুবিধার্থে গত কয়েক বছরে ভারতীয় রেলের (Indian Railways) তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের ব্যস্ত স্টেশনগুলিকে। প্ল্যাটফর্ম সংখ্যা বৃদ্ধির পাশাপাশি জোর দেওয়া হচ্ছে পরিকাঠামগত উন্নয়নে। এবার সেই ধারা বজায় রেখে ভারতীয় রেল বিশেষ উদ্যোগ নিল শিয়ালদহ স্টেশনের লক্ষ লক্ষ নিত্য যাত্রীদের জন্য।

আরও পড়ুন : ‘আমি নই, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ..,’ দিলীপ ঘোষকে নিয়ে এবার যা বললেন শুভেন্দু! শোরগোল শুরু

অফিস টাইম ও উৎসব-পার্বণের দিনগুলিতে নির্বিঘ্ন যাত্রী পরিষেবা দিতে দক্ষিণ শিয়ালদহ স্টেশনে চালু হয়েছে নতুন গেট। সূত্রের খবর, শিয়ালদহ স্টেশনের নতুন গেটটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে খুব সহজেই যাত্রীরা ভিড় এড়িয়ে পৌঁছে যেতে পারেন স্টেশনে। রেল সূত্রে খবর, স্টেশন চত্বরে যাত্রী চাপ কমানোর পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত বের করে আনা ও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পূর্ব রেলের তরফে তৈরি করা হয়েছে নতুন প্রবেশ ও প্রস্থান পথটি।

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? বাংলার মহিলারা পাবেন ৩০০০ টাকা! কীভাবে? জানুন

বিশেষ করে বেলেঘাটা রোড, শ্যামবাজার এবং সল্টলেকের দিক থেকে আসা যাত্রীরা ওয়েস্ট ক্যানেল রোড দিয়ে নতুন প্রবেশপথের মাধ্যমে সহজেই প্রবেশ করতে পারবেন স্টেশনে। এপিসি রোডের ভিড় এড়িয়ে নতুন গেটের মাধ্যমে সহজেই যাত্রীরা পৌঁছে যাবেন প্ল্যাটফর্মে। রেলের আশা, নয়া এই গেটের ফলে স্টেশন সংলগ্ন রাস্তায় যানজট কমবে অনেকটাই।

Indian Railways Sealdah Railway station new plan.

রেলের একটি সূত্র বলছে, প্রতিদিন শিয়ালদহ স্টেশন থেকে যাতায়াত করেন ১৫-১৮ লক্ষ যাত্রী। রেলের আশা, ওয়েস্ট ক্যানেল রোডের নয়া এই প্রবেশ পথের ফলে বিশেষভাবে উপকৃত হবেন যাত্রীরা। শিয়ালদহর (Sealdah Railway Station) ডিআরএম দীপক নিগম জানান, ‘স্টেশনের নতুন গেট যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। যাত্রীরাও অতিরিক্ত পরিষেবা পাবেন’।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X