অবশেষে অপেক্ষার অবসান! শিয়ালদাতে কবে থেকে চলবে বন্দে ভারত এক্সপ্রেস? মিলল বিরাট আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে ভারতীয় রেলে (Indian Railways) শুরু হয়েছে এক নয়া অধ্যায়ের। অত্যাধুনিক সেমি হাইস্পিড এই ট্রেন ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্যে। নিত্যদিন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে একের পর এক বড় সুখবর শোনাচ্ছে ভারতীয় রেল।

ভারতীয় রেলের (Indian Railways) নয়া আপডেট

এবার রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের শেড তৈরি হতে চলেছে চিৎপুর রেল ইয়ার্ডে। ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে শেড তৈরির প্রস্তাবনা। রেলের তরফ থেকে অনুমতি মিললেই শুরু হয়ে যাবে কাজ। পূর্ব রেল সূত্রে খবর, বাংলার দ্বিতীয়  ‘বন্দে ভারত’ শেড তৈরিতে ২৫০ কোটি টাকার বাজেট ধরেছে রেল (Indian Railways)।

আরোও পড়ুন : রত্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে মামলা করতে চাইলেন কল্যাণ! ভরা এজলাসে তুলকালাম কাণ্ড

শেড তৈরির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চিৎপুরে। বর্তমানে হাওড়া স্টেশন থেকে ছাড়ছে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস। অদূর ভবিষ্যতে শিয়ালদা থেকেও সূচনা হবে বন্দে ভারতের। বন্দে ভারত এক্সপ্রেসের জন্য হাওড়ায় যেমন শেড রয়েছে, ঠিক তেমনই একটি শেড তৈরির পরিকল্পনা চলছে শিয়ালদায়। শিয়ালদা স্টেশনের (Sealdah) জন্য বন্দে ভারতের শেডই তৈরি হতে চলেছে চিৎপুর ইয়ার্ডে।

আরোও পড়ুন : মঙ্গলে ফের বৃষ্টি রাজ্যে! কোন কোন জেলা ভিজবে? আগাম আপডেট জানুন

পূর্ব রেল সূত্রে আরও খবর, বন্দে ভারত এক্সপ্রেসের জন্য নতুন দুটি লাইন নির্মাণ করা হচ্ছে শিয়ালদা স্টেশনে। চিৎপুর ইয়ার্ডের পাশাপশি শিয়ালদা স্টেশনের দুটি নতুন লাইনেও হবে রক্ষণাবেক্ষণের কাজ। তবে কেন সাধারণ শেডে রেখে রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে না বন্দে ভারতের এক্সপ্রেসের? রেলের এই সূত্রটি দাবি করেছে, বন্দে ভারত এক্সপ্রেসে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি সাধারণ ট্রেনে থাকে না।

Indian Railways Sealdah Vande Bharat Express.

সেই কারণে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন হয় আলাদা জায়গার। এবার স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জেগেছে শিয়ালদা থেকে কবে ছাড়বে নতুন বন্দে ভারত এক্সপ্রেস? এই বিষয়ে রেল জানাচ্ছে, এখনই সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই শিয়ালদা থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X