বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম ভারতীয় রেল (Indian Railways)। ব্রিটিশ আমলে সূচনা হওয়া ভারতীয় রেলের রন্ধে রন্ধ্রে জড়িয়ে ইতিহাস। সময়ের সাথে যাত্রী পরিষেবার মান উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। ট্র্যাকে নেমেছে রাজধানী, শতাব্দী, বন্দে ভারত, তেজসের মতো একাধিক প্রিমিয়াম ট্রেন।
ভারতীয় রেলের (Indian Railways) দ্বিতীয় ধনী ট্রেন
ভারতীয় রেলের (Indian Railways) এমন কিছু প্রিমিয়াম ট্রেন রয়েছে যেগুলির ভাড়া অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই বেশি। সেই সাথে এই প্রিমিয়াম ট্রেনগুলির আয়ও চমকে দেওয়ার মতো। তবে বলতে পারবেন আয়ের দিক থেকে ভারতীয় রেলের সব থেকে ধনী ট্রেন কোনটি? অনেকেই হয়ত ভাববেন বন্দে ভারত এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস আয়ের নিরিখে পেছনে ফেলে দেবে অন্যান্য ট্রেনকে, তবে এই ভাবনা সম্পূর্ণ ভুল।
আরও পড়ুন : মাত্র ৩ মাসেই এত বড় সিদ্ধান্ত! ‘উড়ান’এর পর এবার কপাল পুড়ল এই সিরিয়ালের, রাতারাতি মুখবদল নায়কের?
ভারতীয় রেলের সব থেকে ধনী ট্রেন রাজধানী এক্সপ্রেস। বার্ষিক আয়ের নিরিখে ধনী ট্রেনের তালিকায় শীর্ষে অবস্থান করছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। হযরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত চলাচল করে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। রেলের তথ্য বলছে, ২০২২-২৩ আর্থিক বছরে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেসের ২২৬৯২ নম্বর ট্রেনে সফর করেছিলেন ৫০৯৫১০ জন যাত্রী।
আরও পড়ুন : রাজ্যে তৈরী হবে নতুন কলেজ? যা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু…
উল্লিখিত অর্থবর্ষে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেসের ২২৬৯২ নম্বর ট্রেনের আয় ছিল ১,৭৬,০৬,৬৬,৩৩৯ টাকা। আয়ের নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস (Sealdah Rajdhani Express)। ২০২২-২৩ আর্থিক বছরে ১২৩১৪ নম্বর শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে যাতায়াত করেছিলেন ৫,০৯,১৬৪ জন যাত্রী। উক্ত আর্থিক বছরে এই ট্রেনের আয় ছিল ১,২৮,৮১,৬৯,২৭৪ টাকা।
এছাড়াও, আয়ের নিরিখে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস অবস্থান করছে তৃতীয় স্থানে। নয়াদিল্লি এবং ডিব্রুগড়ের মধ্যে চলাচলকারী এই রাজধানী এক্সপ্রেসটি ২০২২-২৩ সালে আয় করে ১,২৬,২৯,০৯,৬৯৭ টাকা। এই সময়কালে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসে সফর করেছিলেন ৪,৭৪,৬০৫ জন যাত্রী।