বাংলাহান্ট ডেস্কঃ করোনাকালে ভারতীয় রেল (Indian Railways) একটি যুগান্তকারী নজির সৃষ্টি করেছে। লকডাউনের মধ্যে যখন সমস্ত রেল পরিষেবা বন্ধ রয়েছে, সেই সময়কে কাজে লাগিয়ে ভারতীয় রেলের এই নতুন রেকর্ড সর্বজন প্রসংশার যোগ্য।
বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি
এই লকডাউনের মধ্যে ভারতীয় রেলপথ বৈদ্যুতিক রেল ইঞ্জিন (Electric locomotive) তৈরির জন্য একটি নতুন রেকর্ড গড়েছে। জুলাই মাসের মধ্যে ৩১ টি রেল ইঞ্জিন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। মহামারির মধ্যে ভারতীয় রেলের এই রেকর্ডকে একটি মাইলফলক হিসাবে দেখা হচ্ছে।
Chittaranjan Locomotive Works (CLW), a production unit of Indian Railways has turned out 31 electric locos in the month of July 2020, cumulative stands for 62 locos in this financial year, despite the #COVID_19 related restrictions. pic.twitter.com/VTiqfR9A9U
— Ministry of Railways (@RailMinIndia) August 4, 2020
বর্তমান মহামারির সময়ে একটি মাইলফলক তৈরি করেছে
এই সাফল্যের বিষয়ে রেলওয়ে মন্ত্রক থেকে ট্যুইট করে জানানো হয়, ‘চলতি বছরে ভারতীয় রেল মোট ৬২ টি রেল ইঞ্জিন বানিয়েছে। যার মধ্যে জুলাই মাসেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ৩১ টি রেল ইঞ্জিন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই রেকর্ড বর্তমান মহামারির সময়ে একটি মাইলফলক তৈরি করেছে’।
এলএইচবি কোচ
ভারতীয় রেলের কৃতীত্ব এখানেই শেষ নয়। এর আগেই কাপুরঠালার রেল কোচ কারখানা সমগ্র জুলাই মাস ধরে ১৫১ টি এলএইচবি কোচ তৈরি করে সকলকে অবাক করে দিয়েছে। এই কোচগুলি অন্যান্য কোচের তুলনায় ১.৫ মিটার লম্বা। এর যাত্রী বহন ক্ষমতাও বেশি।
এমনকি কোন দুর্ঘটনা ঘটলে, এই কোচগুলি অন্যান্য কোচের তুলনায় কম ক্ষতিগ্রস্থ হবে। এই পরিমাণ গতবছরের এই সময়ের কোচ তৈরি তুলনায় যা প্রায় তিনগুণ। এই উৎপাদন এখনও পর্যন্ত এমনকি ২০২০ সালের এক মাসের সর্বোচ্চ উৎপাদন।