বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় রেলওয়ে পরিবহন ব্যবস্থা হল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। দেশের এক প্রান্তকে আরেক প্রান্তের সঙ্গে জুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে পৌঁছে দিচ্ছে গন্তব্যে। সেই সঙ্গে নতুন নতুন মাইলফলকও স্থাপন করছে ভারতীয় রেল। সর্বোচ্চ আর্চ ব্রিজ হোক কিংবা সমুদ্রের উপরে অটো লিফট ব্রিজ, নতুন নতুন চমক নিয়ে আসছে ভারতীয় রেল ব্যবস্থা (Indian Railways)। এবার ফের একটি নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। প্রতি মাসে মেড ইন ইন্ডিয়া কর্মসূচির অধীনে প্রায় ১৫০ টি ইঞ্জিন নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিল ভারত।
নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল (Indian Railways)
রিপোর্টে প্রকাশ পেয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে রেলওয়ে (Indian Railways) লোকোমোটিভ এর উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১৬৮১ তে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়ার থেকেও এই সংখ্যাটি অনেক বেশি। দেশের সবকটি লোকোমোটিভ ইউনিটের উৎপাদন সম্পর্কে বলতে গিয়ে রেল (Indian Railways) বোর্ডের মুখপাত্র মন্তব্য করেন, চলতি বছরে লোকোমোটিভ উৎপাদন বেড়েছে ১৯ শতাংশ। গত বছর মোট ১৪৭২ টি লোকোমোটিভ তৈরি হয়েছিল ভারতে।
একলাফে বেড়েছে উৎপাদনের হার: উল্লেখ্য, মেড ইন ইন্ডিয়ার প্রচারের জন্যই দেশে লাফিয়ে বাড়ছে ইঞ্জিন উৎপাদনের হার। রিপোর্ট বলছে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ৪৬৯৫ টি লোকোমোটিভ (Indian Railways) তৈরি হয়েছিল দেশে। এর বার্ষিক গড় ছিল ৪৬৯.৫। কিন্তু ২০১৪ থেকে ২০২৪ এর মধ্যে দেশে ইঞ্জিন নির্মাণের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১৬৮ তে, যার বার্ষিক গড় ছিল ৯১৭। সদ্য শেষ হওয়া অর্থবর্ষে মোট ১৬৮১ টি রেল ইঞ্জিন তৈরি হয়েছে।
আরো পড়ুন : জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের, কেন্দ্রকে তুলোধনা করে প্রতিবাদের ডাক মমতার
এগিয়ে রাজ্যের এই কারখানা: জানা গিয়েছে, এর মধ্যে থেকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে (Indian Railways) তৈরি হয়েছে ৭০০ টি ইঞ্জিন, যা সবথেকে বেশি। এরপরেই রয়েছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস। সেখানে তৈরি হয়েছে ৪৭৭ টি লোকোমোটিভ। পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কসে তৈরি হয়েছে ৩০৪ টি, মধুপুরায় ১০০ টি এবং মরহৌরাতে তৈরি হয়েছে ১০০ টি লোকোমোটিভ।
আরো পড়ুন : ট্রেন থেকে ছোড়া জলের বোতলেই ঘটল সর্বনাশ! প্রাণ হারাল বছর ১৪-র বালক, কীভাবে ঘটল মৃত্যু?
জানা যাচ্ছে, দেশের মধ্যে অধিকাংশই মালগাড়ি চালানোর লোকোমোটিভ তৈরি হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে যে ইঞ্জিন গুলি তৈরি হয়েছে তার মধ্যে WAG ৯/৯H লোকোমোটিভ রয়েছে ১০৪৭ টি, WAG ৯HH লোকোমোটিভ তৈরি হয়েছে ৭ টি, WAG ৯ Twin ১৪৮ টি, WAP ৫ লোকোমোটিভ রয়েছে ২ টি, WAP ৭ লোকোমোটিভ তৈরি হয়েছে ২৭২ টি।