বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) উদ্যোগে আজ গোটা দেশ জুড়ে হাজার হাজার ট্রেন (Train) চলাচল করছে। লোকাল, দূরপাল্লার, পণ্যবাহী মিলিয়ে প্রতিদিন প্রায় ১৩ হাজার ট্রেন চালিয়ে থাকে ভারতীয় রেল। উন্নত যাত্রী পরিষেবার লক্ষ্যে ভারতীয় রেল (Indian Railways) ১৯৬৯ সালে চালু করে রাজধানী এক্সপ্রেস।
ভারতীয় রেলের (Indian Railways) বিশেষ তথ্য
ভারতের বিভিন্ন প্রান্তের সাথে দেশের রাজধানী দিল্লিকে সংযুক্ত করাই ছিল রেলের প্রধান উদ্দেশ্য। দেশের একাধিক প্রান্ত থেকে রাজধানী এক্সপ্রেস যাত্রীদের নিয়ে যায় দিল্লি। মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেস যাত্রাপথে স্টপেজ দেয় মাত্র ৬টি স্টেশনে। প্রতিদিন মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ে বিকাল ৫ টায়।
সেই ট্রেন দিল্লি পৌঁছায় পরের দিন সকাল ৮ টা ৩২ মিনিটে। অন্যদিকে, নয়াদিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস বিকেল ৪ টে ৫৫ মিনিটে রওনা দেয় মুম্বাইয়ের উদ্দেশ্যে। সকাল ৮.৩৫-এ ট্রেনটি পৌঁছায় মুম্বাই। বর্তমানে গোটা দেশে ২০টি রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) চালিয়ে থাকে ভারতীয় রেল।
আরোও পড়ুন : এসি রেস্তোরাঁতেও খেতে হবে কাগজের প্লেটে, সঙ্গে উপরি চার্জ! নন্দিনী দির দোকানে মাটন থালির দাম জানেন?
রাজধানী এক্সপ্রেসের পাশাপাশি ভারতীয় রেল তেজস, বন্দে ভারত, গতিমান এক্সপ্রেসের মতো একাধিক হাই স্পিড ট্রেন পরিচালনা করে থাকে।তবে বলতে পারবেন ভারতের সবথেকে দ্রুতগতির রাজধানী এক্সপ্রেস কোনটি? মুম্বাই-দিল্লি রুটে ভারতের সবথেকে দ্রুতগতির রাজধানী এক্সপ্রেস চলাচল করে।
যাত্রাপথে এই রাজধানী এক্সপ্রেস অতিক্রম করে মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থানের মতো একাধিক রাজ্য।১৯৭২ সালে শুরু হওয়া মুম্বাই-দিল্লি রাজধানী এক্সপ্রেস ১৩৮৪ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় ১৫ ঘণ্টা ৩২ মিনিট। ঘন্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম মুম্বাই-দিল্লি রাজধানী এক্সপ্রেসটি দেশের সবথেকে দ্রুতগতির রাজধানী এক্সপ্রেস ট্রেন।