বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরেই সুসংবাদ। সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, এবার তাদের প্রতীক্ষার অবসান ঘটছে। রাজ্যের নারী-পুরুষ নির্বিশেষে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন উত্তর-মধ্য রেল বিভাগের এই চাকরিতে। নিয়োগের (Recruitment) জন্য যোগ্যতা হিসেবে প্রয়োজন কেবলমাত্র মাধ্যমিক পাস।
ভারতীয় রেলে কর্মী নিয়োগ (Recruitment)
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে ০৬/০১/২০২৫ তারিখে নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বয়সসীমা থেকে শুরু করে মাসিক বেতনের কথাও উল্লিখিত আছে বিজ্ঞপ্তিতে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই চাকরির বিস্তারিত বিবরণ জানার জন্য ও কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে একটি পরিষ্কার ধারণা তৈরির জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি খুব ভালো করে দেখে নিন।
পদের নাম- রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (Railway Recruitment Cell) পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একাধিক খেলোয়াড়কে গ্রুপ সি পদে (খেলার কোটায়) নিয়োগ করার জন্য। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার খেলোয়াড়দের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে অতিরিক্ত কোটার ব্যবস্থা করা থাকে। ক্রিকেট, ভার উত্তোলন, কুস্তি, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কবাডি, বাস্কেট বল, ভলিবল, সুইমিং, ফুটবল, জিমন্যাস্টিক ইত্যাদি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত পুরুষ এবং মহিলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কোন খেলার জন্য কি যোগ্যতার প্রয়োজন, সেটার অবশ্য উল্লেখ করা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
আরোও পড়ুন : রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে কোটি টাকার দুর্নীতি! তোলপাড় বাংলা
শিক্ষাগত যোগ্যতা- অফিসিয়াল বিজ্ঞপ্তিটি যেহেতু খেলার কোটায় আবেদনকারীদের জন্য প্রকাশ করা হয়েছে, তাই অবশ্যই চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট খেলায় যোগ্যতা থাকা দরকার। এছাড়াও, আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। তবে ITI, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন যোগ্যতাতেও একাধিক পদের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।
শূন্যপদ- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতীয় রেলে (Indian Railways) খেলার কোটায় মোট ৪৬ টি শূন্যপদ (Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে।
মাসিক বেতন- চাকরিপ্রার্থীদের যোগ্যতার নিরিখে নিয়োগ করার পর প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে সপ্তম বেতনক্রম অনুসারে (Pay Level 1)। এছাড়াও নিযুক্ত কর্মীদের জন্য থাকছে উত্তর মধ্য রেলওয়ের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা।
আরোও পড়ুন : অমুক ভান্ডারে টাকা বিলি করতে পারে, জেলা বিচারকদের বেতন দিতে কষ্ট, রাজ্যকে সুপ্রিম ভর্ৎসনা
আবেদন- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে www.rrcnr.org এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ আবেদন পত্রটি অনলাইন মাধ্যমে ফিলাপ করতে হবে। আবেদন সম্পূর্ণ করে অবশ্যই আবেদন মূল্যটি জমা করে দিতে হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (RRC) এই আবেদন প্রক্রিয়া চলবে ০৭/০২/২০২৫ তারিখ পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, UR/OBC পুরুষ প্রার্থীদের ৫০০ টাকা এবং ST/SC/PWD/মহিলা প্রার্থীদের ২৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে।