বাংলাহান্ট ডেস্ক : যতদিন গেছে ততই নিজেদের আধিপত্য বিস্তার করছে ভারতীয় রেল (Indian Railways)। শহর থেকে শহরতলী, মফস্বল থেকে গ্রাম, দেশের প্রতিটি কোণায় পৌঁছে গেছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। ভারতীয় রেল যাত্রীদের জন্য একাধিক সুবিধা প্রদান করে থাকে। তার মধ্যে কিছু আমাদের অনেকেরই জানা।
অবিবাহিত মেয়েদের জন্য বিশেষ সুবিধা রেলের (Indian Railways)
তবে এমন কিছু সুবিধা রয়েছে যা আমাদের কাছে খুব একটা পরিচিত নয়। বিশেষ করে মহিলা ও অবিবাহিত মহিলাদের জন্য বিশেষ সুবিধা মেলে ট্রেনের (Train) টিকিটে। সেই বিষয়টি অনেকেই জানেন না। ট্রেনের প্রতিটি কোচে আসন সংরক্ষিত করা থাকে মহিলাদের জন্য। এছাড়াও ভারতীয় রেল (Indian Railways) বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে বয়স্ক মহিলা যাত্রীদের।
আরোও পড়ুন : ‘টপ টেনে’ নাম উঠল এই দেশগুলোর! লিস্ট দিল ইউনেস্কো হেরিটেজ সাইট, ভারতের জায়গা পেল কী ?
যদি কোনও অবিবাহিত মহিলা টিকিট বুক করেন তাহলে তাকে এমন বগিতে সিট দেওয়া হবে না যেখানে শুধুমাত্র রয়েছেন পুরুষ যাত্রী। এমনকি যখন অনলাইন টিকিট (Ticket) বুক করা হয় তখনও এই দিকটি নজরে রাখা হয়। চলুন উদাহরণ দেওয়া যাক একটি। ৬টি সিট থাকে রিজার্ভেশন ক্লাসের একটি বগিতে। সেখানে যদি পাঁচটি সিটে পুরুষ যাত্রী থাকেন, তাহলে অন্য একটি সিট মহিলা যাত্রীকে দেওয়া হয় না।
এছাড়াও ট্রেনের টিকিটে অগ্রাধিকার দেওয়া হয় ৪৫ বছরের অধিক বয়সী মহিলাদের। যদি ভুল করে কোনও মহিলা বেশি টিকিট বুক করে ফেলেন তাহলে তিনি টিসির কথা বলে সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করতে পারেন। এছাড়াও ভারতীয় রেল (Indian Railways) বয়স্ক মহিলাদের দেয় একটি বিশেষ সুবিধা। ৫৮ বছর বয়সের বেশি যদি কোনও মহিলা টিকিট বুক করেন তাহলে টিকিটের উপর দেওয়া হয় ৫০ শতাংশ ছাড়।