শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য দারুণ সুখবর, রাখিতে চলবে একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্ক: কাছের হোক কিংবা দূরের কম খরচে, অত্যন্ত দ্রুত যে কোনো গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য যাত্রীরা চোখ বুজে ভরসা করেন ভারতীয় রেলের (Indian Railways) ওপর। তাই প্রায়  সারা বছরই রেলের ও কীটের চাহিদা থাকে তুঙ্গে। বিশেষ করে উৎসবের দিনে কিংবা পিক সিজনে টিকিট কাটার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। আর ইদানিং পুজোর ছুটিতেও ঘুরতে বেরিয়ে পড়েন বহু ভ্রমণ পিপাসু পর্যটক।

ভারতীয় রেলের স্পেশাল ট্রেন (Indian Railways Special Train):

তাছাড়া এই পুজোর ছুটিতেই ঘরে ফেরেন বহু প্রবাসী বাঙালি। তাই এই উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই একগুচ্ছ স্পেশাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ। বিশেষ করে রেলের এই ঘোষণায় দিলখুশ হয়ে যাবে শিয়ালদহ (Sealdah) ডিভিশনের যাত্রীদের।

রেলসূত্রে খবর, উৎসবের মরসুমে এবার এক ধাক্কায় ৮ জোড়া ট্রেন চালানো হবে। ভারতীয় রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে নভেম্বরের মধ্যেই  ৮ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। বিশেষ করে রাখি ও দীপাবলি উপলক্ষে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই পশ্চিম রেল বিভাগ বিশেষ ভাড়ায় মোট আট জোড়া বিশেষ ট্রেন চালাবে। আসুন একনজরে দেখে নেওয়া যাক তালিকা।

আরও পড়ুন: দরকার নেই বচ্চন পরিবারের! টাকা পয়সার দিক দিয়ে একাই একশো ঐশ্বর্য

০৫০৫৪ নম্বর ট্রেন – বান্দ্রা টার্মিনাস থেকে গোরখপুর পর্যন্ত এই সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগামী ৩১ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাড়ানো হবে।

এছাড়াও  ০৫০৫৩ গোরখপুর থেকে বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক বিশেষ (অসংরক্ষিত) ট্রেনটি আগামী ৩০ আগস্ট ২০২৪ পর্যন্ত চলবে।

একইভাবে ট্রেন নম্বর ০৯০০৭ ভালসাদ থেকে ভিওয়ানি সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি ২৯ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

এছাড়াও ট্রেন নম্বর ০৯০০৮ ভিওয়ানি থেকে ভালসাদ সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি  ৩০ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

একইভাবে ২৬ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ০৩১১০ নম্বর ভদোদরা থেকে শিয়ালদহগামী  সাপ্তাহিক স্পেশাল ট্রেন।

এছাড়াও, ভদোদরা থেকে শিয়ালদহ ০৩১০৯ নম্বরের বিশেষ  সাপ্তাহিক ট্রেনটি ২৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Indian Railway

একইভাবে , আহমেদাবাদ থেকে পাটনা পর্যন্ত আরও এক বিশেষ সাপ্তাহিক ট্রেন ০৯৪৯৩ বাড়ানো হয়েছে আগামী ২৫ আগস্ট পর্যন্ত ।

ট্রেন নম্বর ০৯৪৯৪ পাটনা-আহমেদাবাদ সাপ্তাহিক ট্রেনটি ২৭ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়াও ০৯৪২৫ নম্বর সবরমতী বাগ- হরিদ্বার দ্বি-সাপ্তাহিক বিশেষ ট্রেন,  ২৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

একইভাবে ট্রেন নম্বর ০৯৪২৬ দ্বি-সাপ্তাহিক বিশেষ হরিদ্বার থেকে সবরমতী বিজি পর্যন্ত ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর