ভারতে এই প্রথম! এবার ট্রেনে বসল ATM, যাত্রীদের সুবিধার্থে বড় চমক রেলের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। সেই রেশ বজায় রেখেই এবার সামনে এসেছে একটি বড় আপডেট। মূলত, এবার রেলের সফরের সময়েই চলন্ত ট্রেন থেকে ATM মারফত টাকা তুলতে পারবেন যাত্রীরা। হ্যাঁ, প্রথমে এই বিষয়টি পড়ে কিছুটা অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।

বড় পদক্ষেপ রেলের (Indian Railways):

ইতিমধ্যেই ভারতীয় রেল (Indian Railways) দেশের মধ্যে প্রথম মুম্বাই-মনমাড পঞ্চবটী এক্সপ্রেসে ATM পরিষেবা শুরু করে নজির গড়েছে। যার মাধ্যমে চলন্ত ট্রেনেই ATM থেকে টাকা তুলতে পারবেন যাত্রীরা। AC কোচে থাকা এই ATM এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ট্রেন পূর্ণ গতিতে চলার সময়ও সেটি সঠিকভাবে কাজ করতে পারে। এছাড়াও, চোরদের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে সেটি ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রসঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে পুরো বিষয়টি উপস্থাপিত হয়েছে।

এমতাবস্থায়, রেল (Indian Railways) জানিয়েছে যে, মুম্বাই-মনমাড পঞ্চবটী এক্সপ্রেসে স্থিত ATM পরিষেবা যদি ভালো সাড়া পায়, তাহলে অন্যান্য দূরপাল্লার ট্রেনেও ATM স্থাপন করা হবে। এই নতুন সুবিধাটি ভূসাবল রেলওয়ে বিভাগ এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের সাথে অংশীদারিত্বে শুরু হয়েছে এবং এর পরীক্ষামূলক পরিচালনাও সফলভাবে সম্পন্ন হয়েছে। পঞ্চবটী এক্সপ্রেসের ২২ টি কোচই ভেস্টিবুলের সাথে সংযুক্ত। যাতে যেকোনও কোচের যাত্রীরা এই সুবিধাটি পেতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ATM পরিষেবা এখন মুম্বাই-হিঙ্গোলি জন শতাব্দী এক্সপ্রেসেও উপলব্ধ হবে। কারণ উভয় ট্রেনেই একই র‍্যাক ব্যবহার করা হয়। এই অনবোর্ড ATM-এর মাধ্যমে, যাত্রীরা কেবল নগদ টাকা তুলতে পারবেন না, বরং তাঁরা চেক বই অর্ডার এবং তাঁদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করার পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবাও পেতে পারবেন।

আরও পড়ুন: ট্রাম্পের সাথে দূরত্বের আবহেই দিল্লির দিকে ঝুঁকল বেজিং, ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ চিনের

বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: এই পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। তবে, টানেল এবং দুর্বল মোবাইল সংযোগের কারণে ইগতপুরী থেকে কাসারার মধ্যে সিগন্যালের সমস্যা ছিল। পুরো ট্রিপ জুড়ে মেশিনটি ভালোভাবে কাজ করেছে। এই প্রসঙ্গে ভূসাবল ডিভিশনের ডিআরএম ইতি পান্ডে বলেন, “এটি আমাদের উদ্ভাবনী প্রকল্প ইনফ্রিসের একটি অংশ। পরীক্ষাটি সফল হয়েছে এবং ভবিষ্যতে আরও ট্রেনে এই ধরণের সুবিধা উপলব্ধ করা হবে।” যাত্রীদের সুবিধার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ATM-গুলিতে শাটার সিস্টেম, সিসিটিভি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা রয়েছে।”

আরও পড়ুন: রাহানের এই একটি ভুলেই ঘুরে গেল খেলা! পাঞ্জাবের কাছে কীভাবে জেতা ম্যাচ হারল KKR?

পঞ্চবটী এক্সপ্রেস ৪ ঘণ্টা ৩৫ মিনিটে সফর শেষ করে: জানিয়ে রাখি যে, পঞ্চবটী এক্সপ্রেস হল একটি সুপারফাস্ট ট্রেন। যেটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) থেকে মনমাড জংশন (MMR) পর্যন্ত চলে। এটি একটি ডেইলি ট্রেন। এই ট্রেনটি ৪ ঘন্টা ৩৫ মিনিটে তার সফর শেষ করে। ট্রেনটি মুম্বাইবাসীর জন্য একটি লাইফলাইন হিসেবে বিবেচিত হয়। কারণ, ট্রেনটিতে (Indian Railways) হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এমতাবস্থায়, এই ATM পরিষেবা ওই যাত্রীদের নিশ্চিতভাবে সাহায্য করবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X