বাংলাহান্ট ডেস্ক: স্টেশনে আর বাজবে না লাউডস্পিকার। যাত্রীদের ট্রেনের আপডেট দিতে আর করা হবে না ঘোষণা। এ বার থেকে নিঃশব্দেই হবে ট্রেনের আপডেট দেওয়ার কাজ। পুরোপুরি বদলে গেল চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন (Chennai Central Station)। সমস্ত ঘোষণা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে শতাব্দীপ্রাচীন এই রেল স্টেশনে। শুধুমাত্র ডিসপ্লে বোর্ড ও অনুসন্ধান কেন্দ্র থেকেই জানা যাবে ট্রেনের সময়সূচি ইত্যাদি।
১৫০ বছরেরও বেশি পুরোনো ডঃ এম জি রামচন্দ্রন সেন্ট্রাল রেল স্টেশন। লোকমুখে এটি চেন্নাই সেন্ট্রাল স্টেশন নামে পরিচিত। এ বার থেকে আর এখানে কোনও ঘোষণা হবে না ট্রেনের সময়সূচি নিয়ে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে। লাউডস্পিকারে আর করা হচ্ছে না কোনও ঘোষণা।
এ বিষয়ে দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজার আর এন সিং জানিয়েছেন, “আমরা সমস্ত রেল আধিকারিকদের নির্দেশ দিয়েছি। ডিসপ্লে বোর্ড ও পর্যাপ্ত অনুসন্ধান কেন্দ্রগুলিতে সহায়তার জন্য ২৪ ঘণ্টাই কর্মীরা থাকবেন। যাত্রীদের কোনও রকম সমস্যাই হবে না।” ইতিমধ্যেই গোটা চেন্নাই স্টেশন জুড়ে বড় বড় ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে।
সারাক্ষণই সেখানে সমস্ত ট্রেনের সময়সূচি দেখানো হচ্ছে। যেমন কোন ট্রেন কোন সময়ে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে ইত্যাদি। চেন্নাই সেন্ট্রাল স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা এই গোটা বিষয়টি পরীক্ষামূলকভাবে শুরু করেছেন। স্টেশনে আপাতত কোনও লাউডস্পিকার বাজানো হবে না। এমনকী বিজ্ঞাপনও মিউট করে চলছে।
যাত্রীদের মতামত নেওয়া হচ্ছে এই ব্যাপারে। তাঁদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই পদ্ধতির সুবিধা-অসুবিধাগুলি খতিয়ে দেখবে রেল। তারপর দরকার পড়লে স্টেশনের প্রযুক্তিতে পরিবর্তন আনা হতে পারে। তবে এই ব্যবস্থায় অসুবিধা হতে পারে বিশেষভাবে সক্ষম মানুষদের। বিশেষত দৃষ্টিহীনদের। এ বিষয়ে রেল জানিয়েছে, দৃষ্টিহীন যাত্রীদের জন্য স্টেশনে ঢোকার মুখে ব্রেইল লেটারের নেভিগেশন ম্যাপ থাকছে। এছাড়াও প্রতিটি ক্ষেত্রে QR কোডের ব্যবস্থাও থাকছে। তাঁরা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনায়াসে ট্রেনের সমসূচির ব্যাপারে জানতে পারবেন।