বাংলাহান্ট ডেস্ক : বসন্ত শেষে গ্রীষ্মের আগমনে তাপদাহে পুড়বে গোটা বাংলা। অনেকেই রয়েছেন গ্রীষ্মের ছুটিতে কয়েকটা দিন হাওয়া বদল করতে ঘুরে আসেন বিভিন্ন জায়গা থেকে। ভারতের অধিকাংশ সাধারণ যাত্রীদের মতোই আমাদেরও গন্তব্যে পৌঁছানোর অন্যতম প্রধান ভরসার মাধ্যম রেল (India Railways) ব্যবস্থা।
ভারতীয় রেলের (Indian Railways) বড় আপডেট
তবে গ্রীষ্মের ছুটিতে যদি ট্রেন (Train) সফর করার পরিকল্পনা থাকে তাহলে সাবধান। একটানা ১৯ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিভিশনে বাতিল করা হয়েছে শত শত লোকাল ও এক্সপ্রেস ট্রেন। এমনকি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করার বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-খড়্গপুর লাইনে একটানা ১৯ দিন বিপর্যস্ত হবে ট্রেন চলাচল।
আরও পড়ুন : ‘রাজ্য সভাপতি হবেন বলে ৩ মাস পিছিয়ে গেল দিলীপের বিয়ে’, পাত্রী কে? সোশ্যাল মিডিয়ায় হৈচৈ
রেলের নন ইন্টারলকিং কাজের জন্য পূর্ব রেলের (Eastern Railway) তরফে দুই শতাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ করবে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : TMC-র অন্দরে বাইশ গজের লড়াই? রোহিতকে ‘মোটা’ বলেছিলেন! এবার সৌগতকে নিশানা কুণালের?
এই কাজের জন্যই হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। রেলের (Indian Railways) বিবৃতি অনুযায়ী, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে বাতিল করা হয়েছে মোট ২১২টি লোকাল ট্রেন। এই ১৯ দিনের মধ্যে ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল (Train Cancellation) থাকছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ এপ্রিল- ৪টি, ১ মে- ৬টি, ২ মে- ৩টি, ৩ মে- ২১টি, ৫ মে- ৪টি, ৬ মে- ১টি, ৭ মে- ১৯টি, ৮ মে- ১টি, ৯ মে- ৬টি, ১০ মে- ৫টি, ১১ মে- ৩৬টি, ১৫ মে ও ১৬ মে- ৮টি, ১৭ মে- ৫৮টি ও ১৮ মে- ৩২টি লোকাল ট্রেন পরিষেবা দেবে না যাত্রীদের। লোকালের পাশাপাশি ২ মে থেকে ১৮ মে-র মধ্যে বাতিল থাকতে চলেছে ২৭টি এক্সপ্রেস ট্রেন। নির্ধারিত সময়সূচী পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের। একই সাথে নির্দিষ্ট সময়কালের মধ্যে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের।