বাংলাহান্ট ডেস্কঃ পুজোর আগেই ভ্রমণ পিপাসু বাঙালীর জন্য এক দারুণ সুখবর নিয়ে এল রেল কর্তৃপক্ষ (Indian Railways)। অনেকেই দাবি জানিয়েছিলেন, পুজোর আগে অন্তত দীঘা (Digha), পুরীর (Puri) ট্রেন চালু করা হোক। করোনা আবহে একটা দীর্ঘ সময় গৃহবন্দি হয়ে কাটিয়েছে বাংলার (West bengal) মানুষজন। ভ্রমণ পিপাসু বাঙালি ভুলতেই বসেছিল পাহাড় সমুদ্রের ভ্রমণের স্বাদ।
সুখবর দিল রেল কর্তৃপক্ষ
লকডাউন শিথিল হলেও, ভ্রমণে বাধ সেধেছিল রেল কর্তৃপক্ষ। পর্যাপ্ত পরিমাণে ট্রেন না থাকায়, পছন্দের জায়গায় ঘুরতেও যেতে পারছিল না বাংলার মানুষ। ঘরে থেকেই তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। এবার জনগণের সেই দাবী মেনে নিয়েই হাওড়া শিয়ালদহ রুটে আগামীকাল থেকেই চালু হচ্ছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন।
দেখে নিন কোন কোন ট্রেন চলবে
আগামীকাল অর্থাৎ ১৫ ই অক্টোবর থেকেই চালু হচ্ছে রাঁচি শতাব্দী এক্সপ্রেস। ১৬ ই অক্টোবর থেকে চালু হচ্ছে দীঘা পুরী গামী ট্রেন। এই ট্রেনগুলি এবার থেকে প্রতিদিনই নিয়ম করে চলতে শুরু করবে। ১৬ তারিখ থেকেই আবার চালু হবে স্পেশ্যাল স্টিল এক্সপ্রেসও। ১৭ ই অক্টোবর থেকে প্রতি শনিবার হাওড়া থেকে চালু হতে চলেছে হাওড়া-এরণাকুলাম ভায়া কাঠপাতি এক্সপ্রেস এবং রাঁচিহাতিয়া স্পেশ্যাল। এমনকি ১৯ তারিখ থেকে চলতে শুরু করবে হাওড়া-যশবন্তপুর সাপ্তাহিক এক্সপ্রেসও।
দূর্গা পুজোর আনন্দের সঙ্গে ভ্রমণের আনন্দ। আবার বছরের শেষ কিংবা নতুন বছরের শুরুর দিকে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। করোনা আতঙ্কের মধ্যেও অনেক দিন পর প্রাণ খুলে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে মানুষজন। শুরু হয়ে গিয়েছে ভ্রমণের অগ্রিম বুকিংও।