নয়াদিল্লি দিল শিক্ষা! রেল স্টেশনে আচমকাই ভিড় বাড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মনে রাখুন এই টিপস

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতীয় রেলের (Indian Railways) নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর গন্তব্যে পৌঁছনোর সেরা মাধ্যম ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থা। তবে মাঝে মাঝে মাত্রাতিরিক্ত ভিড় সমস্যা সৃষ্টি করে যাত্রীদের মধ্যে। নয়াদিল্লি স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে ঘটে গেছে পদপিষ্ট হওয়ার ঘটনা।

ভারতীয় রেল (Indian Railways) ভ্রমণের আগে কিছু টিপস্

কুম্ভ যাওয়ার ট্রেন ধরার উদ্দেশ্যে নয়াদিল্লি স্টেশনে হাজির হন কাতারে কাতারে মানুষ। প্রচন্ড ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অসংখ্য যাত্রীর। আহত অনেকেই। বিশেষ বিশেষ উৎসব-পার্বণে বিভিন্ন স্টেশনে (Railway Station) থাকে চোখে পড়ার মতো ভিড়। সেই ভিড়ে নিজেকে ও নিজের প্রিয়জনদের সুরক্ষিত রাখাটা অত্যন্ত জরুরী প্রত্যেক রেলযাত্রীর। বিশেষ কিছু পয়েন্ট মাথায় রাখলে এড়ানো যেতে পারে দুর্ঘটনার সম্ভাবনা।

ভারতীয় রেলের (Indian Railways) স্টেশনে (Railway Station) ভিড় এড়াতে কী কী করবেন:

১) ট্রেন (Train) ছাড়ার ৩০ থেকে ৪০ মিনিট আগে পৌঁছে যান স্টেশনে। প্রধান প্রবেশপথে যদি অতিরিক্ত ভিড় থাকে তাহলে পার্শ্ববর্তী প্রবেশ পথ বা বিকল্প পথ দিয়ে স্টেশনে ঢোকার চেষ্টা করুন।

২) অতিরিক্ত ভিড়ের ঠেলা সামলাতে বিকল্প পথ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারেন রেলওয়ে কর্মী বা রেলওয়ে মাস্টারকে। অনেক স্টেশনে রয়েছে ভিআইপি অগ্রাধিকার গেট। অতিরিক্ত ভিড়ে সেই ভিআইপি গেট ব্যবহার করতে পারেন।

আরোও পড়ুন : পাহাড়ের গা বেয়ে পড়া জল দিয়ে তেষ্টা নিবারণ! অবাক করবে পুরুলিয়ার দুই হতদরিদ্র গ্রামের বাস্তব ছবি

৩) আগে থেকে ট্রেনের কোচের অবস্থান সম্পর্কে জেনে রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনারা সাহায্য নিতে পারেন বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের। এমনকি প্ল্যাটফর্মে ট্রেন আসার আগে কোচের অবস্থান সম্পর্কে আপডেট দেওয়া হয়ে থাকে যাত্রীদের। আপনার ট্রেন যেখানে আসবে সেখানে আগেভাগে গিয়ে অপেক্ষা করুন।

Indian Railways tips to avoid crowd

৪) যদি ট্রেনে খুব ভিড় থাকে তাহলে তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করবেন না। ট্রেনের যাত্রীদের নামতে দিয়ে পথ সুগম করে দিন। তারপর ধীরে সুস্থে উঠে পড়ুন ট্রেনে। যদি ট্রেনে ওঠার পরিস্থিতি না থাকে, তাহলে অপেক্ষা করুন পরবর্তী ট্রেনের জন্য। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সাহায্য নিতে পারেন আরপিএফ কিংবা রেল কর্তৃপক্ষের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর