বাংলাহান্ট ডেস্ক: একই দিনে দু’টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে ভারত। একটি যাওয়া-আসা করবে সেকেন্দ্রাবাদ এবং তিরুপতির মধ্যে। অন্যটি যাওয়া-আসা করবে চেন্নাই ও কোয়েম্বাটুরের মধ্যে। দু’টি ট্রেনেরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ এপ্রিল এই দু’টি ট্রেনের উদ্বোধন করবেন তিনি। এই বন্দে ভারত এক্সপ্রেসগুলি চলাচলের ফলে সুবিধা পাবেন তিনটি রাজ্যের রেলযাত্রীরা। তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর রেলযাত্রীরা এই ট্রেনগুলির জন্য লাভবান হবেন।
তবে এটিই প্রথমবার নয়, দেশে এর আগেও দু’টি বন্দে ভারত এক্সপ্রেস একইদিনে চালানো হয়েছে। উল্লেখ্য, এর আফগে ১০ ফেব্রুয়ারি মুম্বই থেকে শিরডি এবং সোলাপুর অবধি দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছিল। এছাড়াও সম্প্রতি ভোপাল এবং দিল্লির মধ্যে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে গোটা দেশে ১১টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে।
রেলের বিবৃতি অনুযায়ী, আগামী ৮ এপ্রিল সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সেকেন্দ্রাবাদ স্টেশনের পুনর্নির্মাণের শিলান্যাসও করার কথা রয়েছে তাঁর। সেদিন বিকেলেই তাঁর এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছনোর কথা রয়েছে। সেখানে তিনি চেন্নাই-কোয়েম্বাটুর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। রেল সূত্রে খবর, সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস তেলঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের ধর্মীয় শহর তিরুপতি অবধি চলবে।
রেল আরও জানিয়েছে, এই রুটে বরাবরই যাত্রীদের চাহিদা থাকায়, তাঁরা অনেকটাই লাভবান হবেন। সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে চলাচলকারী দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। এর আগে সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম অবধি চালানো হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। সেটি খুবই সফল হয়েছে এবং প্রায় প্রতিদিনই ১০০ শতাংশ ভর্তি থাকছে। যাত্রীদের মধ্যে তিরুপতি যাওয়ার জন্যও একটি বন্দে ভারত চালানোর ব্যাপক চাহিদা তৈরি হয়। এরই ফলস্বরূপ দ্বিতীয় এই বন্দে ভারত এক্সপ্রেসটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
বর্তমানে সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি যেতে ১২ ঘণ্টা সময় লাগে। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস একই দূরত্ব ৯ ঘণ্টারও কম সময়ে অতিক্রম করবে বলে দাবি রেলের। একইভাবে তাদের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে চেন্নাইও। চেন্নাই-কোয়েম্বাটুর বন্দে ভারত এক্সপ্রেস চেন্নাই থেকে চলাচলকারী দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। বর্তমানে চেন্নাই থেকে মহীশূর অবধি একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। চেন্নাই-কোয়েম্বাটুর বন্দে ভারত এক্সপ্রেসটি শতাব্দী এক্সপ্রেসের রুটে চলাচল করবে বলে রেল সূত্রে খবর।