বঙ্গবাসীর জন্য সুখবর! এবার গরিব রথ চলবে কলকাতা টু আগরতলা! দেখুন কবে মিলবে পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক : পুনরায় চালু করা হচ্ছে দুই জোড়া গরিব রথ এক্সপ্রেস (Garib Rath Express)। চলতি বছর এই জুলাই মাস থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দুই জোড়া গরিব রথ এক্সপ্রেসের পরিষেবা চালু করতে চলেছে। ৩ জুলাই, ২০২৪ তারিখ থেকে ট্রেন নং. ১২৫০২ চালু হওয়া গরিব রথ এক্সপ্রেস প্রতি বুধবার চলবে।আগরতলা-কলকাতা এবং গুয়াহাটি-কলকাতার মধ্যে গরিব রথ এক্সপ্রেস ট্রেনগুলি নির্দিষ্ট গন্তব্য স্থানের জন্য নির্ধারিত দিনগুলিতে চলাচল করবে।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে গরিব রথ এক্সপ্রেসগুলিতে থাকছে ১৬টি এসি-৩ টিয়ার ইকোনোমি কোচ। মূলত আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষ যাতে আরামদায়ক যাত্রা করতে পারেন, তাই এই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনগুলিতে আধুনিক সব ব্যবস্থা থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হবে। তিনবার চলবে ট্রেন। পশ্চিমবঙ্গ তথা কলকাতার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগকে শক্তিশালী করে তুলতে এই উদ্যোগ।

   

আরোও পড়ুন : স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে? মাসে পাবেন প্রায় ৬০০০ টাকা! এখনই আবেদন করুন ‘এই’ স্কিমে

জানা গিয়েছে যে, গরীব রথ এক্সপ্রেস ৭:৩৫ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে পরদিন কলকাতা পৌঁছবে ১৪:৩০ ঘন্টায়। ৭ জুলাই, ২০২৪ তারিখ থেকে ট্রেন নং. ১২৫০১ (কলকাতা-আগরতলা) গরিব রথ এক্সপ্রেস প্রতি রবিবার কলকাতা থেকে ২১:৪০ ঘণ্টায় রওনা দেবে। আগরতলা পৌঁছবে মঙ্গলবার ০৫:১৫ ঘন্টায়। ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জং. ও ব্যান্ডেল জং. স্টেশন হয়ে চলাচল করবে ট্রেনগুলি।

garib rath express 1623563012

৬ জুলাই, ২০২৪ তারিখ থেকে প্রত্যেক শনিবার ট্রেন নং. ১২৫১৮ (গুয়াহাটি-কলকাতা) গরিব রথ এক্সপ্রেস চলবে। ২১:০০ ঘন্টায় গুয়াহাটি থেকে রওনা দেবে এই ট্রেন। পরের দিন কলকাতা পৌঁছবে ১৪:৩০ ঘন্টায়। ৪ জুলাই, ২০২৪ তারিখ থেকে প্রতি বৃহস্পতিবার ট্রেন নং. ১২৫১৭ (কলকাতা-গুয়াহাটি) গরিব রথ এক্সপ্রেস ২১:৪০ ঘন্টায় কলকাতা থেকে রওনা দিয়ে গুয়াহাটি পৌঁছবে পর দিন ১৬:১৫ ঘন্টায়। গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জং. ও ব্যান্ডেল জং. ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে এই ট্রেনগুলি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর