পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা রেলের, এবার বিশাল সস্তায় মিলবে টিকিট! চলবে ২৬ কোচের ট্রেন

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয়দের কাছে এক অদ্ভুত ভালোবাসার জিনিস হল রেলপথ। সাধারণ যাত্রীদের সুবিধার কথা ভারতীয় রেলওয়ের (Indian Railways) কাছে সবসময় সর্বোপরি কাজের মধ্যে পড়ে। আর এই কারণেই সাধারণ মানুষের জন্য একটার পর একটা নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসে ভারতীয় রেল। বন্দে ভারত থেকে শুরু করে, বন্দে মেট্রো, এমনকি হালফিলের জেনারেল কোচের যাত্রীদের জন্য ইকোনমি মিল তেমনই অসাধারণ উদ্যোগের মধ্যে পড়ে।

আর এবার পরিকল্পনা চলছে ২৬ কোচের সস্তা ভাড়ার ট্রেন নিয়ে। যদিও রেলওয়ের তরফ থেকে বিষয়টি এখনও খোলসা করা হয়নি। তবে জল্পনা এটাই যে, খুব শীঘ্রই চালু করা হবে এই পরিষেবা। আর এটি মূলত পরিযায়ী শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। অর্থাৎ নিম্নবিত্তদের জন্য সহজ হতে চলেছে সফর‌।

আসলে বন্দে ভারতের মত সুপার লাক্সারি ট্রেন যেমন উচ্চ-মধ্যবিত্তদের যাত্রা সহজতর করে তুলছে ও মধ্যবিত্তের স্বপ্ন সফরকে সত্যি করে তুলেছে, তেমনই এই ট্রেনও সহজ করে তুলবে নিম্নবিত্তদের সফর। সূত্রের খবর, এই বিশেষ ট্রেনটিতে ২২ থেকে ২৬টি কোচ রয়েছে।

রেলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ‘জনতা এক্সপ্রেস’ (Janata Express) নামে এই ট্রেন পুনরায় চালু করার পথেই হাঁটছে রেল। এগুলি মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য চালানো হচ্ছে। যেসব রুটে শ্রমিকদের আনাগোনা বেশি সেসব রুটে চালানো হবে এই ট্রেন। সূত্রের খবর, ২০২৪ সালে এই ট্রেন শুরু হতে পারে। এতে শুধু স্লিপার এবং জেনারেল কোচ থাকবে।

932715420 indian railway 1200x675

আশা করা হচ্ছে, এইসব ট্রেনের ভাড়া তুলনামূলক কম হবে। যেহেতু ট্রেনে কোচের সংখ্যা বেশি সেহেতু সহজেই টিকিট কনফার্ম হয়ে যাবে। এই ট্রেনগুলিতে শুধুমাত্র স্লিপার এবং জেনারেল কোচ থাকবে। উৎসবের মরশুমে তো বটেই পাশাপাশি সারা বছর ধরেই চালানো হবে এই রেল। এক রেল আধিকারিক এই বিষয়ে বলেছেন, আগামী ৫ থেকে ৬ বছরে রেলে শুধুমাত্র এলএইচবি ও বন্দে ভারত টাইপ কোচ থাকবে। জানা যাচ্ছে, কিছুটা বন্দে ভারতের ছোঁয়া থাকতে পারে এই কোচে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর