বাংলাহান্ট ডেস্ক : রবিবারের ছুটির দিনে ফের ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবারও ঘটনাস্থল ওড়িশা। জানা গিয়েছে, মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে বেলা ১২ নাগাদ বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। ভারতীয় রেলের (Indian Railways) এই ট্রেন দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ১ যাত্রী ও চিকিৎসাধীন অবস্থায় ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। শুধু তাই নয়, অন্যান্য যাত্রীরাও ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়েছেন।
ফের ট্রেন দুর্ঘটনা ভারতীয় রেলের (Indian Railways)
সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার দিকে যাওয়ার সময়েই আচমকা বিকট শব্দ হয় ট্রেনটিতে। ট্রেনটি বন্ধ হতেই কোচ থেকে লাফিয়ে নেমে আসেন যাত্রীরা। লাইনচ্যুত বগির মধ্যে তিনটি জেনারেল কামরা। এ দিকে এই দুর্ঘটনার পর একাধিক এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই, ওই রুটের সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে সরানোর চেষ্টা চলছে।
আরও পড়ুন : মোথাবাড়ি হিংসায় ধৃতদের মধ্যে সবাই হিন্দু? যা বললেন BJP নেতা তরুণজ্যোতি… তুঙ্গে শোরগোল
পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র বলেন, “রবিবার বেলা ১১ টা ৫৪ মিনিট নাগাদ লাইনচ্যুত হয় কামাখ্যা এক্সপ্রেস। আমরা সেই খবর পেয়েছি।” পাশাপাশি কারও আঘাত লাগেনি বলেও তিনি উল্লেখ করেন। অশোক মিশ্র আরও জানান, “ঘটনাস্থলে আর একটি ট্রেন পাঠানো হয়েছে। রেল আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যেরাও পৌঁছেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ট্যুইট করে সমবেদনা জানিয়েছেন।
Deeply concerned about the derailment of Kamakhya Express near Nergundi station in #Cuttack. Grateful that all passengers are safe. Authorities are on-site, ensuring assistance and restoring normalcy at the earliest. Helplines activated for support.
— Mohan Charan Majhi (@MohanMOdisha) March 30, 2025
১১টি কামরা বেলাইন হয়ে যেতে দেখেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান রেল আধিকারিক ও পুলিশকর্মীরা। এখনও পর্যন্ত ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি। রেলের তরফে অবশ্য ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে—
মেদিনীপুর হেল্পডেস্ক নম্বর: 032-222-93899
হিজলি হেল্পলাইন নম্বর: 6296485122, 9093289877
বালাসোর হেল্পলাইন নম্বর: 6295531481
ভূবনেশ্বর হেল্পলাইন: 8114382371
ভদ্রক হেল্পলাইন: 9437443469
কটক হেল্পলাইন: 7205149591
পালাসা হেল্পলাইন: 9237105480
প্রসঙ্গত উল্লেখ্য, মুখোমুখি দুটি ট্রেনের সংঘর্ষ থেকে শুরু করে রেল গাড়ির বেলাইন হয়ে যাওয়ার ঘটনা শোনা যায় আকছার। ফলে, একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে রেলের পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে বাড়ছে আতঙ্ক। সেই কারণে স্বাভাবিকভাবেই রেল লাইনের রক্ষণাবেক্ষন নিয়ে প্রশ্ন ওঠতে শুরু করেছে। এককথায় বলা যায়, ওড়িশার এই দুর্ঘটনার পর স্পষ্ট যে বারবার দুর্ঘটনার পরও হুঁশ ফিরছে না দেশের রেল (Indian Railways) কর্তৃপক্ষের।