হাওড়া-শিয়ালদহ শাখায় যাত্রীদের চরম দুর্ভোগ! টানা ১০ দিন বন্ধ অজস্র লোকাল-এক্সপ্রেস! রইল তালিকা

বাংলাহান্ট ডেস্ক : দুর্ভোগ বাড়তে চলেছে হাওড়া-শিয়ালদায় যাতায়াতকারী ট্রেনের যাত্রীদের। চতুর্থ লাইনে কাজ চলছে বারুইপাড়া ও চন্দনপুর বিভাগে। আর সেই কারণেই একগুচ্ছ ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, এই মাসে 18 থেকে 27 নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। একনজরে আমরা দেখে নেব সেই তালিকা।

হাওড়া থেকে যে সকল ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল 36811, 36425, 36827, 36829, 36851, 36855, 36031, 36033, 36035, 36037, 36081, 36083, 36085, 36087, 36011, 36071। অন্যদিকে, শিয়ালদহ থেকে 32411, 32413 নম্বর ট্রেন গুলি বাতিল করা হয়েছে। বর্ধমান থেকে 36812, 36838, 36840, 36842, 36848, 36854, 36858 নম্বর ট্রেনগুলি চলবে না বলেই জানা গিয়েছে। অন্যদিকে, আপাতত কয়েকদিন বন্ধ থাকবে চন্দনপুর থেকে 36032, 36034, 36036, 36038 নম্বর ট্রেনগুলি। মশাগ্রাম থেকে 36082, 36084, 36086, 36088 এবং বারুইপাড়া থেকে 36012, 32412, 32414 ও গুড়াপ থেকে 36072 ট্রেনগুলি বাতিল বলে ঘোষনা করা হয়েছে।

   

এছাড়াও, একাধিক দূরপাল্লার ও মেল ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে 12370 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস। ট্রেনটি 19, 22, 23, 24, 26, 27 তারিখে দুপুর 1:25 মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ট্রেনটিকে। 12328 দেরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস 21 ও 25 তারিখে 1:25 মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। ব্যান্ডেল দিয়ে ট্রেনটির যাত্রাপথ বদল করা হয়েছে। 15236 দারভাঙা হাওড়া এক্সপ্রেস বর্ধমান থেকে 19 এবং 26 তারিখে দুপুর 1:09 মিনিটে ছাড়বে। ব্যান্ডেলের পরেই ট্রেনটিকে অন্য রুটে ঘুরে যাবে বলেই জানা গিয়েছে।

Local Trains Cancelled

সূত্রের খবর, 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস 22 তারিখে দুপুর 2:46 মিনিটে বর্ধমান পৌঁছবে। ব্যান্ডেল দিয়ে ট্রেনটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। 24 তারিখে 15234 দারভাঙা কলকাতা এক্সপ্রেস দুপুর 1:09 মিনিটে বর্ধমান পৌঁছবে। এই ট্রেনটিও ব্যান্ডেল থেকে ঘুরে যাবে অন্য রুটে। 19-26 তারিখে 15 মিনিটের জন্য 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস নিয়ন্ত্রিত করা হবে। পাশাপাশি, মথুরাপুর স্টেশনে ফুট ব্রিজ তৈরির কারণে 18 তারিখে দুপুর 2-5টে অব্ধি আপ ও ডাউন উভয় লাইনে পরিষেবা বন্ধ থাকবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর