মর্মান্তিক! ট্রাকের সাথে সংঘর্ষ রাধিকাপুর এক্সপ্রেসের, বাতিল একাধিক ট্রেন, বিপাকে যাত্রীরা

বাংলা হান্ট ডেস্ক : মুর্শিদাবাদের ফারাক্কার কাছে রেললাইনের উপর আচমকাই থমকে যায় লরি। তা চোখে পড়তেই শেষ মুহূর্তে জরুরি ব্রেক কষেন ট্রেন চালক। তবে তাতেও এড়ানো যায়নি দুর্ঘটনা (Train Accident)। ফলস্বরূপ আবারও একবার দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় রেল (Indian Railways)। সংঘর্ষের সম্মুখীন আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (Kolkata Radhikapur Express)। যার জেরে বন্ধ হয়ে যায় কাটোয়া-আজিমগঞ্জ-ফরাক্কা রুটের ট্রেন চলাচল।

পাশাপাশি বাতিল হয়েছে সংশ্লিষ্ট রুটের একাধিক ট্রেন। সেই সাথে বেশকিছু ট্রেনের রুটও বদলানো হয়েছে। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন রেল আধিকারিকরা। ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে সেখানকার পরিস্থিতি। ট্রেন চলাচলও শুরু হয়েছে বলে খবর। এমনকি ঘটনাস্থলের পাশ দিয়েই মালদা-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন পার করেছে ৮টা ৫৩ মিনিট নাগাদ।

তবে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। মালদা ডিভিশনের ডিআরএম জানিয়েছে গোটা পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় লাগবে। এখন চলুন দেখে নিই, ঠিক কোন কোন বাতিল হয়েছে।

আরও পড়ুন : আবারও মুখ পুড়ল বামেদের! ইয়েচুরির তেলেঙ্গানা সহ ৪ রাজ্যে নোটার কাছেও হেরে ভূত সিপিএম

দূর্ঘটনার জেরে বাতিল হয়েছে, ০৫৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া স্পেশ্যাল ট্রেন। যাত্রাপথ বদলেছে ১৩৪৬৬ মালদা টাউন- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আজিমগঞ্জের। এই এক্সপ্রেস এখন কাটোয়া দিয়ে না গিয়ে গুমানি-রামপুরহাট-বর্ধমান হয়ে হাওড়া আসবে। ওদিকে ১৩৪২১ আপ নবদ্বীপ ধাম- মালদা টাউন এক্সপ্রেসের যাত্রাপথও বদল করা হয়েছে। আজিমগঞ্জ থেকে ট্রেনটিকে নলহাটি-রামপুরহাট-গুমানির রাস্তা দিয়ে গন্তব্যে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাতিল ১৪৪ ট্রেন! ভ্রমণের আগে দেখে নিন তালিকা

train truck collision

এইদিন দূর্ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “রবিবার রাত দেড়টা কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সেখানে। যাঁরা রাধিকাপুরে যেতেন, তাদের বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বাকিদের অন্য পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। এর জেরে আমরা কিছু ট্রেন বাতিল করেছি। কিছু ট্রেনের রুট বদল করেছি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর