বাংলাহান্ট ডেস্ক : রেলের (Indian Railways) একাধিক উন্নয়নমূলক কাজের জন্য সাম্প্রতিক অতীতে বিভিন্ন ডিভিশনে বারংবার বাতিল হয়েছে লোকাল ও দূরপাল্লার একাধিক ট্রেন (Train)। পাওয়ার ব্লক থাকার কারণে মাঝেমধ্যেই ট্রেন বাতিলের খবর বিব্রত করছে নিত্যযাত্রীদের। তবে এবার একটানা ১৯ দিন রেলের একাধিক কাজের জন্য শত শত ট্রেন বাতিল হল গুরুত্বপূর্ণ এই ডিভিশনে।
বাতিল ট্রেনের তালিকা প্রকাশ ভারতীয় রেলের (Indian Railways)
রেল (Indian Railways) সূত্রে খবর, এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত ব্লক থাকতে চলেছে খড়গপুর ডিভিশনে (Kharagpur Division)। সেই কারণে একটানা ১৯ দিন দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের যাত্রীদের পড়তে হতে পারে চূড়ান্ত ভোগান্তিতে। রি মডেলিংয়ের জন্য প্রিএনআইসহ একাধিক কাজের উদ্দেশ্যে একটানা ১৯ দিন মেগা ব্লকের সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী ৩০ এপ্রিল থেকে মেগা ব্লকের কারণে বাতিল থাকবে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন।
আরও পড়ুন : তিন চ্যানেলের ৩ নায়ক-নায়িকা, জি বাংলাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে “ধামাকা” স্টার জলসার!
খড়্গপুর সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণ জানান, ৩০ এপ্রিল থেকে জিএম পর্যায়ে এই ব্লক হতে চলেছে। বিভিন্ন কাজের কারণে ৩০ এপ্রিল থেকে একটানা ১৯ দিন বাতিল করা হচ্ছে ২১২টি লোকাল ট্রেন। পাশাপাশি ২ মে থেকে ১৮ মে পর্যন্ত বাতিল থাকবে আপ-ডাউন মিলিয়ে ৬৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন। রেলের এই আসন্ন মেগা ব্লকের কারণে অনিয়মিতভাবে যাতায়াত করবে ১৫ টি দূরপাল্লার ট্রেন।
দক্ষিণ-পূর্ব রেলের তরফে খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের কাজ করা হবে। সেই কারণে একাধিক ট্রেন বাতিল থাকতে চলেছে ১৩ থেকে ১৮ মে পর্যন্ত। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকায় রয়েছে ১২৮৪০ ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-হাওড়া সুপারফাস্ট মেল ও ১২৮৩৯ হাওড়া-ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল।