বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ট্রেন বাতিলের জেরে যাত্রী হয়রানির আশঙ্কা। রেল সূত্রে (Indian Railways) খবর, পাওয়ার ব্লক করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১০টা ১৫ মিনিট থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত। পাওয়ার ব্লকের কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হবে শিয়ালদা ডিভিশনে। সাম্প্রতিক অতীতে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে একাধিকবার ট্রেন বাতিল হয়েছে।
ভারতীয় রেলের (Indian Railways) বড় খবর
কখনো সিগনালিংয়ের কাজ, আবার কখনো রক্ষণাবেক্ষণের কাজ, বিভিন্ন কারণে ট্রেন বাতিলের (Train Cancellation) জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, ফুট ওভারব্রিজের কাজ করা হবে বাসুলডাঙ্গা স্টেশনে। সেই কারণেই প্রয়োজন হবে পাওয়ার ব্লকের।
আরোও পড়ুন : আরো পাকিয়ে গেল জট, শুক্রবার থেকেই বন্ধ শুটিং! মাথায় হাত দর্শকদের
পাওয়ার ব্লক (Power Block) থাকার ফলে প্রায় সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেনের চলাচল।৮ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শনিবার বাতিল করা হয়েছে – ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল।
আরোও পড়ুন : আঙুল ফুলে কলাগাছ! গ্রাহককে ‘দূর দূর’ করে তাড়ালেন নন্দিনীর বাবা, রেস্তোরাঁয় ভেজ থালির দাম কত জানেন?
৯ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার বাতিল করা হয়েছে – ডায়মন্ড হারবার-শিয়ালদার মধ্যে যাতায়াতকারী – আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ এবং ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০। সোনারপুর ও ডায়মন্ড হারবারের মধ্যে চলাচলকারী ডাউন ৩৪৮৮২ ও ডায়মন্ড হারবার ও বারুইপুরের মধ্যে চলাচলকারী আপ ৩৪৮৯১ ট্রেন বাতিল থাকছে রবিবার। বাতিলের পাশাপাশি যাত্রা পথ বদল করা হয়েছে বেশ কিছু ট্রেনের।
৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদা-ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল ছাড়বে মগরাহাট থেকে। ৮ ফেব্রুয়ারি বারুইপুরে এসে থামবে ৩৪৮৫৮ শিয়ালদা- ডায়মন্ড হারবার লোকাল। আবার ৯ ফেব্রুয়ারি বারুইপুর থেকে ছাড়বে ৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল। পাশাপাশি, ৯ তারিখ ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদা-ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল যাতায়াত করবে মগরাহাট থেকে।