টিকিট নিয়ে হাহাকারের দিন শেষ! দুর্দান্ত খবর দিল ভারতীয় রেল, কপাল খুলবে ট্রেন যাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেল যাত্রীদের জন্য বড় সুখবর। টিকিট নিয়ে এবার হয়ত হাহাকারের দিন শেষ হতে চলেছে। ক্রমবর্ধমান যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। বেশকিছু গুরুত্বপূর্ণ ট্রেনের সাথে যুক্ত করা হচ্ছে অতিরিক্ত কোচ। রেল সূত্রে খবর, প্রায় ১০০০ টিরও বেশি কোচ (Coach) যুক্ত করা হবে বিভিন্ন ট্রেনের (Train) সাথে।

ভারতীয় রেলের (Indian Railways) নয়া আপডেট

রেলের (Indian Railways) এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন প্রায় লক্ষাধিক যাত্রী। এই অতিরিক্ত কোচগুলির ফলে একদিকে যেমন সামাল দেওয়া যাবে যাত্রী চাহিদা, অন্যদিকে আরো আরামে ভ্রমণের সুবিধা ওঠাতে পারবেন যাত্রীরা। প্রধানত আর্থিকভাবে দুর্বলদের কথা ভেবে যে ট্রেনগুলি চালানো হয়ে থাকে সেগুলির সাথেই যুক্ত করা হবে নতুন কোচগুলি।

আরোও পড়ুন : নয়া নিয়ম কেন্দ্রের! বদল আসছে কলকাতার এইসব গাড়িতে! দেখুন, রেজিস্ট্রেশনের জন্য খরচ কত হবে

সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা সংযুক্ত করা হবে কিছু জনপ্রিয় মেল ও এক্সপ্রেসগুলির সাথে। মহারাষ্ট্র , গুজরাট ও দক্ষিণ ভারতে যারা যাতায়াত করেন তারা মূলত উপকৃত হবেন রেলের এই সিদ্ধান্তের ফলে। আপৎকালীন পরিস্থিতিতে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই যাওয়ার প্রয়োজন হলেও বাড়তি কামরার ফলে টিকিট পেতে অসুবিধার সম্মুখীন হবেন না যাত্রীরা।

Indian Railways took big steps during the festive season.

রেল সূত্রে খবর, ভাগলপুর বিক্রমশীলা এক্সপ্রেস, কলকাতা-উদয়পুর সিটি অনন্যা এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর অকালতখত্ এক্সপ্রেস, মালদা টাউন-সুরাট এক্সপ্রেস ও জসিডি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসে যুক্ত করা হচ্ছে ২টি করে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ। এছাড়াও হাওড়া-বিকানের এক্সপ্রেস, হাওড়া-যোধপুর এক্সপ্রেস ও ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসগামী হাওড়া-মুম্বাই মেলে জুড়তে চলেছে ১টি করে সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর