প্রচুর লাগেজ নিয়ে ট্রেনে উঠছেন? সাবধান! জানতেই হবে রেলের এই নিয়ম, নাহলেই ফ্যাসাদে পড়বেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দেশের পরিবহন ক্ষেত্রে ভারতীয় রেল যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছে ত্রাতার ভূমিকায়। ভারতের একাধিক প্রান্তিক এলাকা আজ পরিবহন মানচিত্রে যুক্ত হতে পেরেছে রেলের হাত ধরে। ধীরে ধীরে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কে পরিণত হতে ভারতীয় রেলের (Indian Railways) লেগে গিয়েছে কয়েক দশক। যাত্রী সুবিধার্থে ভারতীয় রেল সাম্প্রতিক সময়ে নিয়েছে একাধিক উদ্যোগ।

ভারতীয় রেলের (Indian Railways) গুরুত্বপূর্ণ নিয়ম

রেল যাত্রীদের সফর অভিজ্ঞতা আরও মসৃণ করতে, রেলের ইতিবাচক হস্তক্ষেপ সম্পর্কে কমবেশি আমরা অনেকেই ওয়াকিবহাল। তবে ভারতীয় রেলের (Indian Railways) এমন অনেক নিয়ম রয়েছে যা অনেকের কাছেই অজানা। যাত্রীদের লাগেজ পরিবহনের ক্ষেত্রেও ভারতীয় রেলের রয়েছে নির্দিষ্ট আইন। বিধি অনুযায়ী, নির্দিষ্ট ওজনের বেশি লাগেজ পরিবহনের ক্ষেত্রে রেল যাত্রীদের গুণতে হয় অতিরিক্ত অর্থ।

আরও পড়ুন : আজকের রাশিফল ৩ এপ্রিল, প্রেমের জীবনে বড় চমক এই চার রাশির

ভারতীয় রেলওয়ের (Indian Railways) নিয়ম অনুসারে, এসি ফার্স্ট ক্লাসে ভ্রমণকারী যাত্রীরা বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন। এসি টু-টায়ার যাত্রীরা সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন নিজেদের সাথে। এসি ৩-টায়ার এবং স্লিপার ক্লাসে ভ্রমণকারীরা নিজেদের সাথে সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন।

আরও পড়ুন : সারা রাত ধরে দুজনে… মিঠুন-শ্রীদেবীর গোপন কথা জানতে পেরেই চরম সিদ্ধান্ত নেন যোগিতা!

পাশাপাশি সাধারণ শ্রেণীর (দ্বিতীয় শ্রেণীর আসন) যাত্রীরা নিজেদের সাথে সর্বোচ্চ ৩৫ কেজি পর্যন্ত লাগেজ (Luggage) পরিবহনের অনুমতি পান। উল্লেখিত সীমা পর্যন্ত  যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে লাগেজ বহন করতে পারেন রেল যাত্রার সময়। তবে নির্দিষ্ট সীমার অধিক লাগেজ বহন করার ক্ষেত্রে যাত্রীদের প্রদান করতে হয় অতিরিক্ত চার্জ। সাধারণত স্বাভাবিক হারের ১.৫ গুণ অধিক চার্জ সেক্ষেত্রে প্রদান করতে হয় যাত্রীদের।

Indian Railways Train luggage rules

অন্যদিকে, ভারতীয় রেলওয়ে গত মার্চ মাস থেকে দেশের প্রধান স্টেশনগুলিতে অতিরিক্ত ভিড় মোকাবিলায় নিয়েছে  আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রেলের নয়া আইন অনুযায়ী, কনফার্ম টিকিট থাকলেই এবার থেকে যাত্রীরা প্রবেশ করতে পারবেন প্ল্যাটফর্মে। আপাতত দেশের ৬০টি গুরুত্বপূর্ণ স্টেশনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য করেছে ভারতীয় রেল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X