ভারতেই আছে এয়ারপোর্টের মতন রেল স্টেশন, ছবি শেয়ার করে পরিচয় করাল ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্ক : ঝাঁ চকচকে স্টেশন (Train Station) চত্বর। স্টেশনের বিভিন্ন প্রান্তে ঐতিহ্য ও আধুনিকতার শিল্পের মেলবন্ধন। আধুনিক ডিজাইনের চেয়ার ও দেওয়াল। এক পলকে দেখলে মনে হবে এটি কোনও বিমানবন্দর। কিন্তু আসলে এটি একটি রেলস্টেশন। বিদেশের নয়, ভারতের।

“এয়ারপোর্ট য্যায়সা স্টেশন” ট্যাগলাইন দিয়ে ছবি পোস্ট করেছে ভারতীয় রেল। যে ছবি দেখে তাক লেগে যাচ্ছে দর্শকদের মনে। কোনও এয়ারপোর্ট নয়, রেল স্টেশনের যে এরকম অত্যাধুনিক রূপ হতে পারে তা অনেকেই কল্পনা করতে পারছেন না। ছবি দেখে মনে হতেই পারে যে এই স্টেশন কোনওরকম বিমানবন্দরের থেকে কম নয়।

ছবিগুলি মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনের । সম্প্রতি নতুন করে সৌন্দর্যায়ন করা হয়েছে জব্বলপুর স্টেশনে। আর স্টেশনের সেই রুপ মুগ্ধ করছে অনেককে। স্টেশনে ঢোকার মুখেই অবাক হবেন আপনি। নিজস্ব সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধন নতুন রূপ দিয়েছে রেল স্টেশনটিকে। চারিদিকে রয়েছে শৈল্পিক কারুকার্যের বাহার।

নতুন ভাবে তৈরি করা হয়েছে স্টেশনের বাইরের পার্কিং এরিয়াকেও। যা দেখে অনেকেই অবাক হচ্ছেন। ফুড জোন থেকে পার্কিং এরিয়া সর্বত্রই লেগেছে উন্নয়নের ছোঁয়া। শুধু রেল নয় আম আদমিও যেন বলছেন ,এ যেন অনেকটা “এয়ারপোর্ট য্যায়সা স্টেশন”!

https://twitter.com/RailMinIndia/status/1547862055998238721?s=20&t=QGpOh3ai0a4xYbWPWbgREg

অপরিচ্ছন্ন শৌচালয়, ঢিলেঢালা নিরাপত্তা, স্টেশন চত্বরে যত্রতত্র পড়ে থাকা নোংরার কারণে প্রায়সই সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। দীর্ঘ কোন স্টেশন চত্বরে বসে থেকে ট্রেনের জন্য অপেক্ষা করা তাদের জন্য হয়ে ওঠে দুরূহ কাজ। রেলপরিষেবা কে নিয়ে ভারতবাসীরা যখন বহুক্ষেত্রেই উষ্মা প্রকাশ করেন, তখন মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশন যে আমজনতার রীতিমতো নজর কেড়েছে একথা বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর