বাংলা হান্ট ডেস্ক : বছরের শুরুতেই বড় খবর। শীঘ্রই, তারকেশ্বর (Tarakeswar) লাইনে বৃদ্ধি পেতে চলেছে ট্রেনের (Indian Railways) গতিবেগ (Train Speed)। রেল সূত্রে জানা যাচ্ছে, গত বুধবার ট্রায়াল রানও সারা হয়ে গেছে। ট্রায়াল রানের পর রেলের দাবি, এবার যাত্রীদের সময় অনেকটাই কম লাগবে। তারকেশ্বর (Tarakeswar) লাইনের যাত্রীদের জন্য খুশির খবর তো বটেই, তবে যাত্রীদের একাংশ আবার হতাশ।
এইদিন সুবল মিশ্র নামে শেওড়াফুলির এক বাসিন্দা অভিযোগের সুরে জানিয়েছেন, ‘ট্রেনের গতিবেগ বাড়ানো হচ্ছে, ভাল কথা। এর সঙ্গে ট্রেনও যাতে সঠিক সময়ে চলে। স্টেশনে গিয়ে যাতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে না হয়। গতিবেগ পরে, আগে পরিষেবা ঠিক হোক।’ যদিও যাত্রীদের অপর এক অংশ বেশ আশাবাদী।
উল্লেখ্য, এমনিতে শেওড়াফুলি-আরামবাগ লাইনে ট্রেনের গতিবেগ থাকে ঘন্টায় ৮০ কিলোমিটার। প্রায় দেড় ঘণ্টার মধ্যে ১৫ টি স্টেশন পাড়ি দেয় এই ট্রেন। তবে রেল সূত্রে জানা যাচ্ছে, আগামী দিনে প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে এই ট্রেন। এর আগে ট্রায়াল রানের সময় তারকেশ্বর থেকে একটি ট্রেন ছাড়া হয় দুপুর ২টো নাগাদ, ট্রেনটি শেওড়াফুলি পৌঁছায় দুপুর দুপুর ২টো বেজে ২৭ মিনিটে।
অর্থাৎ পুরো ৩৪ কিমি রাস্তা পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে মাত্র ২৭ মিনিট। এই সময়কালে ট্রেনটির গতিবেগ ছিল সর্বোচ্চ ১২৫ কিলোমিটার। আগামী দিনে সব ট্রেন যদি এই গতিবেগে চলে তাহলে শেওড়াফুলি-আরামবাগ লাইনের এই গোটা পথটি অতিক্রম করতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা। অর্থাৎ প্রায় ৩০ মিনিট সময় বাঁচবে যাত্রীদের।
এইদিন স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ জানান, ‘ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে। অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। এখন ৮০ কিলোমিটার বেগে ট্রেন চলে। ভবিষ্যতে গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আজ তার ট্রায়াল রান হয়েছে। সেটি সফলও হয়েছে। ওই গতিতে ট্রেন কবে থেকে ছুটবে, তা রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঠিক করবেন।’