মাত্র ১টি রেলওয়ে স্টেশন রয়েছে ভারতের এই রাজ্যে, বলতে পারবেন জায়গাটার নাম?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দেশের গণপরিবহন ব্যবস্থায় এক বিশ্বাসের নাম হয়ে উঠেছে ভারতীয় রেল (Indian Railways)। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক ভারতীয় রেল ক্রমশ বিস্তার লাভ করছে দেশের প্রতিটি প্রান্তে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে গত কয়েক বছরে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল।

ভারতীয় রেলের (Indian Railways) অজানা তথ্য

বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপশি অদূর ভবিষ্যতে ট্র্যাকে নামতে চলেছে বুলেট ট্রেনও। ভারতের রেল (Indian Railways) যোগাযোগ ব্যবস্থার পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস ও রোমাঞ্চকরসব তথ্য। ভারতের সুপ্রাচীন রেল ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে এসেছে একাধিক পরিবর্তন। বর্তমানে গোটা দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলের ৭,৪৬১টি রেল স্টেশন।

আরও পড়ুন : আজকের রাশিফল ৯ এপ্রিল, ব্যবসায় বাজিমাত এই চার রাশির

গোটা ভারতের মধ্যে সর্বাধিক রেলওয়ে স্টেশন রয়েছে উত্তরপ্রদেশে। মোট ১,১৭৩টি রেলওয়ে স্টেশন রয়েছে এই রাজ্যে। এরপর রয়েছে মহারাষ্ট্র (৬৮৯), বিহার (৭৬৮), মধ্যপ্রদেশ (৫৫০) এবং গুজরাট (৫০৯)। তবে জানেন ভারতের (India) এমন একটি রাজ্য রয়েছে যেখানে মোট রেলস্টেশনের (Railway Station) সংখ্যা মাত্র একটি!

আরও পড়ুন : চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল! সাংসদদের নিয়ে কল্যাণের মন্তব্য শুনেই অ্যাকশন শুরু মমতার

ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম পর্যটন প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে জানলে অবাক হবেন মিজোরামে ভারতীয় রেলওয়ের (Indian Railways) স্টেশন সংখ্যা মাত্র একটি। ভারতের এক্কেবারে অন্তিম সীমান্তের এই রাজ্যেই শেষ হচ্ছে ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক। উত্তর-পূর্বের এই রাজ্যের একমাত্র রেলওয়ে স্টেশন বৈরাবি।

কোলাসিব জেলায় অবস্থিত মিজোরামের একমাত্র রেলওয়ে স্টেশন বৈরাবি গঠিত হয়েছে তিনটি প্ল্যাটফর্ম নিয়ে। বৈরাবি রেলওয়ে স্টেশনের কোড BHRB। চারটি ট্রেন ট্র্যাক রয়েছে ছোট্ট এই স্টেশনে। মিজোরামের রাজধানী আইজল থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত বৈরাবি রেলওয়ে স্টেশন নতুনভাবে আত্মপ্রকাশ করে ২০১৬ সালে।

Indian Railways unknown facts for station

যাত্রী সুবিধার একাধিক বন্দোবস্ত রয়েছে স্টেশনটিতে। আইজলকে ভারতীয় রেলওয়ের (Indian Railways) সাথে সংযুক্ত করতে বৈরাবি থেকে সাইরাং পর্যন্ত নতুন রেললাইন তৈরির পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তবে মিজোরামের পাহাড়ি ভূখণ্ডে রেললাইন প্রতিস্থাপন অত্যন্ত কঠিন কাজ। একাধিক প্রাকৃতিক চ্যালেঞ্জের জন্য উত্তর-পূর্বের এই রাজ্যে রেলের পরিষেবা এখনও সীমিত।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X