বড়সড় উদ্যোগ রেলের! চালু হচ্ছে হাওড়া থেকে এই জনপ্রিয় রুটে বন্দে ভারত, দেখুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) তরফে এল আমজনতার জন্য সুখবর। ভাগলপুর এবং হাওড়ার মধ্যে নতুন একটি বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেন চালু করার কথা ঘোষণা করা হলো পূর্ব রেলের পক্ষ থেকে। পূর্ব ভারতের যাত্রীদের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্দেশ্যেই এই নতুন পরিষেবা চালু হতে চলেছে। এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে, যাত্রীদের ভ্রমণ আরো সুবিধাজনক এবং আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে।

কোন কোন স্টেশনে ভাগলপুর-হাওড়া বন্দে ভারত ট্রেনটি দাঁড়াবে সেই নিয়ে অনেকের মনে রয়েছে অনেক প্রশ্ন। তবে আপাতত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, সাহেবগঞ্জ, বারহারওয়া, আজিমগঞ্জ, কাটোয়া এবং নবদ্বীপ ধামের মতো স্টেশনগুলিতে স্টপেজ দেবে এই ট্রেন। সব মিলিয়ে ৪৩৯.৫৭ কিলোমিটার ভ্রমণ করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। বুধ এবং মঙ্গলবার এই দুদিন বাদ দিয়ে সপ্তাহে বাকি দিনগুলিতে চলবে এই ট্রেন।

আরোও পড়ুন : পাহাড়ের পর্যটকদের জন্য মন ভালো করা খবর! সাত বছর পর এই পরিষেবা ফের শুরু হচ্ছে দার্জিলিংয়ে

ভাগলপুর (Bhagalpur) হাওড়া (Howrah) বন্দে ভারত এক্সপ্রেসে শুধুমাত্র চেয়ারকার কোচ থাকবে। তাই ঘুমানোর জন্য কোন ব্যবস্থা না থাকলেও ভ্রমণ যে আরামদায়ক হবে তা বলা যায়। প্রায় সাত ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে নিজের যাত্রা সম্পন্ন করবে এই ট্রেন। ভাগলপুর হাওড়া বন্ধ ভারত ট্রেনটি ভাগলপুর থেকে সকাল ৬:১৫ মিনিট নাগাদ ছাড়বে এবং হাওড়ায় গিয়ে পৌঁছাবে দুপুর ২:২৫ মিনিটে। আবার হাওড়া থেকে ১:৩০ মিনিটে ছাড়বে আর ভাগলপুর পৌছাবে রাত ৯:৫৫ মিনিটে।

vande bharat

ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস কবে চালু হবে সেই নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর ভাগলপুর হাওড়া বন্দে ভারত ট্রেনটি চালু হবে বলে সূত্রের খবর। এই হাই স্পিড ট্রেনটি সাহেবগঞ্জ-ভাগলপুর-জামালপুর-কিউল রেলওয়ে সেকশনকে কভার করবে। ফলস্বরূপ এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর