বাংলাহান্ট ডেস্ক : প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিশন ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ ও ‘নেইবারহুড ফার্স্ট পলিসি’-র পথে অগ্রসর হতে তৎপর ভারতীয় রেল। ভারতের (India) প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে ভারতীয় রেলের হাত ধরে এবার রেলপথে সংযুক্ত হতে চলেছে অসমের কোকরাঝাড় ও ভারতের এই প্রতিবেশী দেশ।
কপাল খুলবে ভারতের (India) পর্যটকদের
ভারত ও ভুটানের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে নতুন রেলপথ প্রতিস্থাপনের প্রস্তাব রাখা হয় সম্প্রতি। গুয়াহাটিতে আয়োজিত বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ অসম ২.০-তে গত ২৫ শে ফেব্রুয়ারি ভারতের (India) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়া এই প্রকল্পের ঘোষণা করেন।
আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এই প্রকল্পে ৫০০০ টাকা দেবে সরকার! কারা সুবিধা পাবেন?
প্রস্তাবিত এই রেল প্রকল্পে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের (Bhutan) গেলেফুর পর্যন্ত নির্মাণ করা হবে ৬৯.০৪ কিলোমিটারের রেলপথ। এই প্রকল্পের জন্য আপাতত রেল কর্তৃপক্ষ ৩,৫০০ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নিয়েছে। সূত্রের খবর, নয়া এই রেল প্রকল্পে গড়ে তোলা হবে নতুন ৬টি স্টেশন। অসম থেকে ভুটান পর্যন্ত যাত্রা পথে থাকবে বালাজান, গারুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাদগিরি ও গেলেফু স্টেশন।
আরও পড়ুন : এবার পদ্মার ইলিশ নিয়ে কড়া অ্যাকশন বাংলাদেশের! আর মিলবে না ভারতের বাজারে?
পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেল প্রকল্পে থাকতে চলেছে ২টি আধুনিক সেতু, ২৯টি বড় সেতু, ৬৫টি ছোট সেতু, ০১ রোড ওভারব্রিজ, ৩৯টি রোড আন্ডার ব্রিজ ও ১১ মিটার দৈর্ঘ্যের ২টি ভায়াডাক্ট। ভারত (India) ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি দুই দেশের বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়কে আগামী দিনে আরও সুদৃঢ় করতে চলেছে এই রেল প্রকল্প।
ভারতীয় রেলের (Indian Railways) হাত ধরে এই প্রথমবার রেল যোগাযোগ ব্যবস্থা প্রদান করা হচ্ছে ভুটানে। রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রের পরিবহন পরিকাঠামো পৌঁছাতে চলেছে নতুন উচ্চতায়। একই সাথে, বড়োল্যান্ডের জন্য এই রেল প্রকল্প বাণিজ্য ও ট্রানজিট হাব হিসাবে গড়ে উঠতে চলেছে অদূর ভবিষ্যতে। তবে ট্রেন পরিষেবা কবে থেকে মিলবে, সেই বিষয়ে অবশ্য কোন সুনিশ্চিত তথ্য সামনে আসেনি।