Indian Railways: ট্রেনে এবার মহিলাদের জন্য কনফার্ম সিট, থাকবে স্পেশ্যাল বার্থের ব্যবস্থা! বড় উদ্যোগ রেলের

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীসাধারণের সুযোগ সুবিধার কথা সবসময়ই মাথায় রাখে ভারতীয় রেল (Indian Railways)। এবার মহিলাদের জন্য রেলের তরফে এল এক সুসংবাদ। দূরপাল্লার ভ্রমণের সময় মহিলাদের কনফার্ম সিট পাওয়ার বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে রেলের তরফে। বর্তমানে বাস বা মেট্রোতে যেমন মহিলাদের জন্য আলাদাভাবে আসন সংরক্ষিত থাকে এখন থেকে ঠিক সেভাবেই ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনেও মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে সিট।

বিশেষ বার্থের ব্যবস্থা করার পাশাপাশি মহিলাদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে রেলের তরফে। ফলে, ভারতীয় রেলের পক্ষ থেকে এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব এ প্রসঙ্গে বলেন, “দূরপাল্লার ট্রেনে মহিলাদের আরামদায়ক যাত্রার জন্য ভারতীয় রেল রিজার্ভ বার্থ সহ একাধিক পরিকল্পনা নিয়েছে।”

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসে মহিলাদের জন্য নির্দিষ্ট থাকবে মোট 6টি বার্থ। গরীব রথ, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত সহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেনের তৃতীয় এসি কোচেও 6টি বার্থ মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

ticket train

এছাড়াও, গর্ভবতী মহিলা ও প্রবীণ মহিলাদের জন্য প্রতিটি ট্রেনের স্লিপার ক্লাসেও আসন সংরক্ষণের কথা ভাবা হয়েছে। প্রতিটি স্লিপার কোচে 6 থেকে 7টি লোয়ার বার্থ, 3AC কোচে 4 থেকে 5টি লোয়ার বার্থ ও 2AC কোচেও 3 থেকে 4টি লোয়ার বার্থ যাত্রীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। গর্ভবতী মহিলা ও 45 বছরের বেশি বয়সের মহিলাদের জন্য এই রিজার্ভ সিটগুলি নির্দিষ্ট করা হয়েছে। ট্রেনে নির্দিষ্ট ক্লাসের কোচ সংখ্যার উপর ভিত্তি করেই এই সংরক্ষিত সিটের সংখ্যা নির্ধারণ করা হবে বলেই জানিয়েছে রেল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর