বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলওয়ের (Indian Railways) হাত ধরে দেশের পরিবহণ ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। শহর থেকে শহরতলী, গ্রাম ছাড়িয়ে মফস্বল, ভারতীয় রেল হয়ে উঠেছে আম আদমির লাইফ লাইন। সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেল ট্র্যাকে নামিয়েছে রাজধানী, শতাব্দী, বন্দে ভারত এক্সপ্রেস, তেজসের মতো অত্যাধুনিক উচ্চগতির একাধিক ট্রেন।
ভারতীয় রেলের (Indian Railways) বন্দে ভারত সংক্রান্ত তথ্য
২০১৯ সালের ১৫ ই ফেব্রুয়ারি ভারতীয় রেলপথে সূচনা হয় এক নতুন ইতিহাসের। ট্র্যাকে নামে বহু প্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। অত্যাধুনিক সেমি হাইস্পিড এই ট্রেন অচিরেই জনপ্রিয়তা লাভ করে রেল যাত্রীদের মধ্যে। রেলের তরফে দাবি করা হয়, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-তে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিবেগে চলাচল করতে সক্ষম।
আরও পড়ুন : ‘ঘেন্না করি, ঘেন্না করি…’, তসলিমা বাংলায় ফিরলে কী করবেন ত্বহা সিদ্দিকি? জানিয়ে দিলেন
তবে বিরোধী রাজনৈতিক দলগুলি এবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করল বন্দে ভারত এক্সপ্রেসের ‘মন্থর’ গতি নিয়ে! সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একাধিক সাংসদ প্রশ্ন করেন, উচ্চগতির ট্রেন হওয়া সত্ত্বেও কেন বন্দে ভারতে এক্সপ্রেসকে অপেক্ষাকৃত কম গতিবেগে চালাতে হচ্ছে? পাশাপাশি সর্বোচ্চ গতিবেগে বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের (Central Government) পরিকল্পনা, সময়সীমা এবং কৌশল নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিরোধীরা।
আরও পড়ুন : নিজের দেশেই “সরিয়ে দেওয়া”-র ছক! ভারতের তৎপরতায় প্রাণে বাঁচলেন বাংলাদেশের সেনাপ্রধান
বিরোধীদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শুধু পরিসংখ্যান দিয়ে নয়, রুটের ট্র্যাকের পরিকাঠামো দ্বারাও প্রভাবিত হয় একটি ট্রেনের গতিবেগ। একাধিক ট্রেনের গতি বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় রেল ট্র্যাক আপগ্রেডেশনের কাজ চালাচ্ছে। রেলমন্ত্রীর কথায়, ২০১৪ সালে ভারতের মাত্র ৩১,০০০ কিলোমিটার ট্র্যাকে চলাচল করতে পারতে ১১০কিমি/ঘণ্টার গতিবেগের ট্রেন। তবে বর্তমানে ভারতে গতিশীল ট্র্যাকের সীমা প্রায় ৮০ হাজার কিলোমিটার।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে সারা ভারত জুড়ে চলাচল করছে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস। আগামী দিনে দেশের একাধিক রুটে আরও বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস নামানোর পরিকল্পনাও রয়েছে ভারতীয় রেলের (Indian Railways)। আধুনিকতা ও গতিবেগের নিরিখে রাজধানী-শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিকেও ছাপিয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।