বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার প্রহর গোনার দিন শেষ হতে চলেছে খুব শীঘ্রই। ভারতীয় রেলের (Indian Railways) মানচিত্রে যুক্ত হতে চলেছে কাশ্মীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই পথচলা শুরু করবে ভূস্বর্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। রেলপথে কাশ্মীরের সংযুক্তিকরণ আগামী দিনে তৈরি করবে একাধিক নয়া সম্ভাবনা।
ভারতীয় রেলের (Indian Railways) নয়া ইতিহাস
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৯ এপ্রিল কাটরা থেকে উদ্বোধন করতে চলেছেন কাশ্মীরের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। রিয়াসি জেলার কাটরা শহর থেকে যাত্রা শুরু করে শ্রীনগর হয়ে পীর পাঞ্জাল পর্বতমালা অতিক্রম করে ট্রেন পৌঁছাবে চূড়ান্ত গন্তব্য উত্তর কাশ্মীরের বারামুল্লায়।
আরও পড়ুন : একী কাণ্ড! বটানিক্যাল গার্ডেনে অবৈধভাবে গড়ে উঠছে মসজিদ-মাজার, কী জানাল কেন্দ্র?
রেলের (Indian Railways) দাবি, বন্দে ভারত এক্সপ্রেসে চেপে কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করাও যাত্রীদের কাছে বড় একটা প্রাপ্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, জম্মুকাশ্মীরের উপ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ একাধিক শীর্ষ আধিকারিক।
আরও পড়ুন : SBI-র গ্রাহকেরা হয়ে যান সতর্ক! ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে নিয়ম, মিলবে না এই বড় সুবিধা
সূত্রের খবর, কাটরা থেকে বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধনের পর সেই ট্রেনে চেপে জয় রাইডেও সামিল হতে পারেন প্রধানমন্ত্রী। ভারতীয় রেলের (Indian Railways) এক কর্তার কথায়, প্ল্যাটফর্মের পাশাপাশি চূড়ান্ত কিছু কাজকর্ম চলছে জম্মু স্টেশনে। সেই কাজ রয়েছে একদম শেষের পর্যায়ে।
কাজ সম্পূর্ণ হলে আশা করা যাচ্ছে জম্মু পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা চালু হয়ে যাবে জুলাই-আগস্টের মধ্যে। একাধিক রিপোর্ট মারফত জানা যাচ্ছে, দিল্লি থেকে সম্ভবত কোনও ট্রেনই সরাসরি কাশ্মীর পর্যন্ত যাবে না। মাঝপথে কাটরায় নেমে ট্রেন বদল করে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে পৌঁছে যাওয়া যাবে ভূস্বর্গে।
কাটরা থেকে বারামুলা পর্যন্ত রেলপথে ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের ট্রায়াল রান দেওয়া হয়েছে। ট্রায়াল রানের সময়ে সিকিউরিটি সহ একাধিক ইস্যু নজরে আসলেও তার সমাধান করা হয়েছে ইতিমধ্যেই। এবার নয়া ইতিহাস সৃষ্টি করে ভূস্বর্গ কাশ্মীরে (Kashmir) বন্দে ভারত এক্সপ্রেস চালানো এখন শুধু সময়ের অপেক্ষা।