বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন লক্ষ লক্ষ সাধারণ যাত্রী গন্তব্যে পৌঁছানোর মাধ্যম হিসেবে বেছে নেন ভারতীয় রেলকে (Indian Railways)। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিনিয়ত পরিষেবা দিয়ে চলেছে ভারতীয় রেল। তবে ভারতীয় রেলের এমন বেশ কিছু আইন বা নিয়ম রয়েছে যা অনেকের কাছেই অজানা। অনেকেই রয়েছেন যারা ওয়েটিং টিকিট নিয়েই উঠে পড়েন ট্রেনের সংরক্ষিত কামরায়।
ভারতীয় রেলের (Indian Railways) টিকিট সংক্রান্ত তথ্য
অনেক সময়ে টিকিট কনফার্ম না হলেও কিছু কিছু যাত্রী নিজেদের ওয়েটিং টিকিট নিয়েই উঠে পড়েন ট্রেনের সংরক্ষিত কামরায়। তারা হয়ত ভাবেন যে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করলে টিটির সাথে সমঝোতা করে বিকল্প কোনও ব্যবস্থা বের করে নেওয়া যাবে। তবে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রা করলে পড়তে পারেন বড় বিপদে।
আরও পড়ুন : শ্লীলতাহানি…! চরম বিপাকে শিক্ষামন্ত্রী! ব্রাত্য বসুর বিরুদ্ধে দায়ের FIR, চাপে ‘এই’ হেভিওয়েটও
ভারতীয় রেলের (Indian Railways) আইন অনুসারে, ওয়েটিং টিকিট (Waiting Ticket) নিয়ে ট্রেনের সংরক্ষিত কামরায় (Reserved Compartment) যাত্রা করলে শাস্তির মুখে পড়তে হতে পারে যাত্রীকে। ওয়েটিং টিকিট নিয়ে কোনও যাত্রী স্লিপার কোচে উঠলে ২৫০ টাকা জরিমানা + সম্পূর্ণ যাত্রার ভাড়া + অতিরিক্ত চার্জ আদায় করতে পারেন টিটি।
আরও পড়ুন : রাজ্যের ব্যর্থতাই ‘এর’ জন্য দায়ী! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট! কোন মামলায়?
থার্ড এসি বা সেকেন্ড এসিতে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করলে যাত্রীর কাছ থেকে টিটি ৪৪০ টাকা জরিমানা + সম্পূর্ণ যাত্রার ভাড়া আদায় করতে পারেন। পাশাপাশি ফার্স্ট ক্লাস বা প্রিমিয়াম কোচে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করার সময় ধরা পড়লে যাত্রীকে দূরত্ব অনুযায়ী ১০ গুণ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
ওয়েটিং টিকিট নিয়ে রেলযাত্রা করা আইনত অপরাধ। যদি ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করা যাত্রীকে টিটি শনাক্ত করতে পারেন, তাহলে যেকোনও স্টেশনে সেই অবৈধ যাত্রীকে নামিয়ে দিতে পারেন টিকিট চেকার। পাশাপাশি ওই যাত্রীর উপর ধার্য করা হতে পারে মোটা অংকের জরিমানা। তাই সবসময়েই সফরের আগে সতর্ক থাকুন।
ভারতীয় রেলের (Indian Railways) নয়া আইন বলছে, ওয়েটিং টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় যাত্রা করা অপরাধ। তাই ট্রেন (Train) সফর করার আগে অবশ্যই নিজের টিকিটের কনফার্মেশন (Ticket Confirmation) সম্পর্কে অবগত থাকবেন, নয়ত ওয়েটিং টিকিট নিয়ে রেলযাত্রা করলে পড়তে পারেন বড় বিপদে।