বন্দে ভারতের হাত ধরেই ইতিহাস গড়ার পথে রেল! আসতে চলেছে বিরাট চমক, জানলে হবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমতাবস্থায় ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের (Indian Railways) তরফে। ইতিমধ্যেই, ভারতের অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস তুমল জনপ্রিয়তা অর্জন করেছে। এদিকে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সাফল্যের পরে, ভারতীয় রেল এবার বন্দে ভারত পার্সেল পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। এই ট্রেনটি মূলত, ছোট, মূল্যবান এবং ভঙ্গুর পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হবে।

বন্দে ভারতকে ঘিরে বড় পদক্ষেপ রেলের (Indian Railways):

রেলের (Indian Railways) আধিকারিকরা জানিয়েছেন যে এই দ্রুত এবং সুবিধাজনক ট্রেনগুলি সেই সমস্ত রুটে চালানো হবে যেখানে মোবাইল ফোনের মতো উচ্চ মূল্যের পণ্য এবং গোলাপ এবং অর্কিডের মতো দামি পণ্যের রপ্তানি পরিবহণ করা হয়। ইকোনমিক টাইমসের রিপোর্টে রেলের আধিকারিকরা জানিয়েছেন, এই ট্রেনের ডিজাইন চূড়ান্ত করা হচ্ছে। ওই ডিজাইন বন্দে ভারত প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। তবে এটি বিশেষভাবে পার্সেল বহনের জন্য ডিজাইন করা হবে।

Indian Railways will create history through Vande Bharat Express.

দ্রুত ডেলিভারির জন্য নতুন কৌশল: রেলের (Indian Railways) আধিকারিকদের মতে, বন্দে ভারত ট্রেনের দাম এবং আরামদায়ক ডিজাইন, প্রচলিত রেলের রেকের চেয়ে বেশি উন্নত। এমতাবস্থায়, পার্সেল মুভমেন্টের জন্য একটি হাই ভ্যালু বিশিষ্ট প্রস্তাব তৈরি করা হচ্ছে। পণ্যের দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে এই ট্রেনগুলি ১২ ঘণ্টা থেকে ২৪ ঘন্টার মধ্যে কভার করা যেতে পারে এমন রুটে চলবে।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম! ৫,০০,০০০ রানের মাইলফলক স্পর্শ করল এই দেশ, অবাক গোটা বিশ্ব

বন্দে ভারত ট্রেনের বিস্তারিত পরিকল্পনা: প্রসঙ্গত উল্লেখ্য যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন, বর্তমানে ভারতীয় রেলের (Indian Railways) নেটওয়ার্কে ১৩৬ টিরও বেশি বন্দে ভারত ট্রেন পরিষেবা দিচ্ছে। তিনি আরও জানান যে বন্দে ভারত চেয়ার কার রেকের নির্মাণ কাজ চলছে এবং বন্দে ভারত স্লিপার ট্রেনগুলিও দীর্ঘ এবং মাঝারি দূরত্বের জন্য পরিকল্পনা করা হয়েছে। তিনি জানান ১০ টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি হচ্ছে এবং রেল আরও ৫০ টি স্লিপার রেকের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি ২০০ টি বন্দে ভারত স্লিপার রেক তৈরির জন্য চুক্তিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মহাত্মা গান্ধীকে অনুসরণ করলেন ইমরান! পাকিস্তানে দিলেন আইন অমান্য আন্দোলনের হুঁশিয়ারি, ফাঁপরে সরকার

পরিকাঠামোর আধুনিকীকরণ: ইতিমধ্যেই সারাদেশে ইন্টিগ্রেটেড ট্র্যাক মনিটরিং সিস্টেম (ITMS) বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী। এর উদ্দেশ্য হল রেলের (Indian Railways) পরিকাঠামোর আধুনিকীকরণ এবং নিরাপত্তার বিষয় ডেকে সুনিশ্চিত করা। ITMS-এর নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নন-কন্টাক্ট লেজার সেন্সর, হাই-স্পিড ক্যামেরা এবং 3D ম্যাপিংয়ের জন্য লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (LiDAR) প্রযুক্তি। এর মাধ্যমে রেল ট্র্যাকের জিওমেট্রি এবং অ্যালাইনমেন্টের অবস্থা আরও ভালোভাবে মূল্যায়ন করা হবে। এই উদ্যোগ ট্র্যাকম্যানদের কাজের অবস্থার উন্নতি ঘটাবে এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণেরও উন্নতি ঘটাবে। ভারতীয় রেলের এই নতুন পরিকল্পনা দেশে দ্রুত এবং নিরাপদ পার্সেল পরিষেবার প্রয়োজন মেটাবে। এছাড়াও, আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেলের পরিকাঠামোকে নতুন মাত্রায় নিয়ে যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর