এবার বিমানবন্দরের ধাঁচেই হবে রেলস্টেশন! বাংলার কোথায় মিলবে এই বিশ্বমানের সুযোগ?

বাংলা হান্ট ডেস্ক: সেই স্বাধীনতার পূর্বে ইংরেজদের হাত ধরে ভারতীয় রেলের (Indian Railways) সূচনা হয়েছিল। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে ইদানিং আমূল পরিবর্তন এসেছে ভারতের এই বৃহত্তম গণপরিবহন ব্যবস্থায়। তাই প্রতিনিয়ত যাত্রীদের সর্বোৎকৃষ্ট পরিষেবা দেওয়ার জন্যই সদা সচেষ্টা থাকে ভারতীয় রেল (Indian Railways)। তাই এই মুহূর্তে বিভিন্ন ধরনের দ্রুতগতির ট্রেন আন আনার পাশাপাশি ঢেলে সাজানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ রেল স্ট্রেশন গুলিকেও।

বিমানবন্দরের মতো ভারতীয় রেলের (Indian Railways) বিশ্বমানের রেলস্টেশন

ভারতীয় রেলের (Indian Railways) ‘অমৃত ভারত স্টেশন’ স্কীমের অধীনেই এবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের মধ্যে মোট ৯১ টি রেল স্টেশনকে বিশ্বমানের সুযোগ সুবিধা দিয়ে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। যাত্রীদের আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্পের জন্য ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেটে মোট ১০,৩৬৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

জানা যাচ্ছে, এই নির্বাচিত রেলওয়ে স্টেশন গুলির মধ্যে অন্যতম উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। রেলসূত্রে খবর এই স্টেশনে যাত্রীদের জন্য বিশ্বমানের সুযোগ সুবিধা দিতে বরাদ্দ করা হয়েছে মোট ২৪ পয়েন্ট ৮৭ কোটি টাকা। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হলো কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন।

আরও পড়ুন: শিয়ালদা, হাওড়া লাইনে হুহু করে ছুটবে ট্রেন! লেট রুখতে বিরাট মাস্টার প্ল্যান রেলের

এই মুহূর্তে জোরকদমে চলছে এই স্টেশনটিকে ঢেলে সাজানোর কাজ। ইতিমধ্যেই নাকি এই  কাজের প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। ভবিষ্যতে অতিরিক্ত প্ল্যাটফর্মের ব্যবস্থা, ৩ডি ভিউ এবং মাস্টার প্ল্যান, সীমানা নির্ধারণ, সহ রিটেইল কিওস্ক-এর পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য অন্যান্য উপাদন সহ ১২ মিটার এফওবি-এর পরিকল্পনা জমা করা হয়েছে। থাকবে লিফ্টের ব্যবস্থা। ভাবা হচ্ছে যাচ্ছে  দিব্যাঙ্গজনদের কথাও। তাই পুরুষ ও মহিলাদের পাশাপাশি শৌচালয় নির্মাণ করা হবে দিব্যাঙ্গজনদের জন্যও।

Kaliaganj

আগামী এই স্টেশনটিকে বিশ্বমানের বিমানবন্দরের ছাঁচে সাজানো হবে। যার মধ্যে থাকবে প্ল্যাটফর্ম লেআউট, সাইনেজ প্ল্যান, ড্রেনেজ প্ল্যান, কেবল রুট প্ল্যান ইত্যাদি। এছাড়াও এই  স্টেশনটিতে বৃষ্টির জল সংগ্রহ, নালা পরিশোধন প্ল্যান্ট, সাবস্টেশন, ইআই বিল্ডিং এবং সোলার প্ল্যান্টের জন্যও সুবিধা থাকবে। এই  উন্নয়নের ফলে আগামীদিনে বহু মানুষের নতুন কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে ব্যবসায়িক সুযোগ-সুবিধা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর