Indian Railways: ট্রেন লেট করলে যাত্রীদের এই সুবিধাগুলো বিনামূল্যে দিয়ে থাকে ভারতীয় রেল, না জানলেই ক্ষতি

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে ট্রেন লেট প্রায় রোজকার ঘটনা। আগের থেকে এখন অবস্থায় কিছুটা পরিবর্তন হলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক দূরপাল্লার ট্রেন সময় মত যাতায়াত করে না। সেক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়তে হয়ে যাত্রীদের।

ট্রেন লেট হয়ে যাওয়ার জন্য যেমন সময় নষ্ট হয় তেমনি বেশ কিছু যাত্রী সঠিক পরিমাণ খাবার না পেয়ে সমস্যায় পড়েন। এই সমস্যা দূর করার জন্য এগিয়ে এসেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কিছু বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC। আপনার ট্রেন যদি লেট করে তাহলে আইন অনুযায়ী আপনাকে খাবার ও পানীয় সরবরাহ করবে রেল কর্তৃপক্ষ।

এক্ষেত্রে বলে রাখা ভালো এই সুবিধা শুধুমাত্র দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই বৈধ। রেলের এই সিদ্ধান্তে যে যাত্রীরা উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস এর মত ট্রেনের যাত্রীরা IRCTC এর এই পদক্ষেপে বাড়তি সুবিধা পাবেন।

Untitled design 2022 06 11T143829.989

IRCTC আইন অনুযায়ী কোন দূরপাল্লার ট্রেন যদি ৩০ মিনিট পর্যন্ত লেট করে তাহলে যাত্রীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। দূরপাল্লার কোনো ট্রেন যদি দুই ঘন্টা লেটে চলে তাহলেই রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের বিনামূল্যে খাদ্য ও পানীয় ও সরবরাহ করা হবে। রেলের খাদ্য তালিকা অনুসারে সকাল ও সন্ধ্যায় টিফিনে চা বা কফির সাথে দেওয়া হবে চারটে পাউরুটি। লাঞ্চ ও ডিনারে খাদ্য তালিকায় থাকে ভাত ,ডাল ও আচারের প্যাকেট। কোন যাত্রী যদি ভাত না খান তাহলে তাকে পরিবর্তে লুচি, তরকারি ও আচারের প্যাকেট দেওয়া হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর