কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাই দিল শিক্ষা? এবার ৩ গুণ বেশি লোকো পাইলট নিয়োগ করবে রেল

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিককালে একের পর এক ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনা ঘটছে। করমন্ডল এক্সপ্রেসের (2023 Odisha Train Collision) দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতির রেশ কাটতে না কাটতেই এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও পড়ল দুর্ঘটনার কবলে। এমতাবস্থায়, এই দুর্ঘটনার পরেই রীতিমতো নড়েচড়ে বসেছে রেল। অন্তত, তাদের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এটাই এখন মনে হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মঙ্গলবার ভারতীয় রেলের (Indian Railways) তরফে ঘোষনা করা হয়েছে যে, রেলে নিরাপত্তা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে সহকারী লোকো পাইলট ( Assistant Loco Pilot, ALP) নিয়োগের সংখ্যা ৩ গুণ বৃদ্ধি করা হবে।

পাশাপাশি, এই সংক্রান্ত একটি সার্কুলারও সামনে এসেছে। রেলওয়ে বোর্ডের তরফে যেখানে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, পূর্বের পরিকল্পনা অনুযায়ী ৫,৬৯৬ জনের পরিবর্তে এবার ১৮,৭৯৯ জন ALP নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মালবাহী ট্রেনের সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষের পরেরদিনই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

Indian Railways will hire 3 times more loco pilots this time.

জানিয়ে রাখি, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এমতাবস্থায়, সহকারী লোকো পাইলট নিয়োগের নতুন এই সিদ্ধান্ত রেলের জোনগুলিকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও, এই শূন্যপদগুলি পূরণ করতে নূন্যতম ৬ মাস সময় লাগবে। কারণ, সংশ্লিষ্ট পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়াও প্রার্থীদের লিখিত, অপ্যাটিটিউড এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: “বড় ভুল করেছে রেল”, সমালোচনায় সরব হলেন খোদ বন্দে ভারতের স্রষ্টা, স্পষ্ট জানালেন….

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, নিয়োগের আগে তাঁদের প্রশিক্ষণও নিতে হবে। এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে রেলের একজন আধিকারিক জানিয়েছেন, “রেলের এই সিদ্ধান্ত দক্ষ কর্মীদের বাড়তি চাহিদা পূরণে এবং দেশের সর্বত্র কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের প্রতিশ্রুতি পালনের অঙ্গ হিসেবে বিবেচিত হবে।” এদিকে, বোর্ড জোনগুলিকে রেলওয়ে নিয়োগ বোর্ডের সঙ্গে কথা বলে এই প্রসঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, জোনাল রেলওয়ে থেকে অতিরিক্ত ALP-র চাহিদা পাওয়ার পর এই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৮০০ বছর পর প্রাণ ফিরে পেল নালন্দা ইউনিভার্সিটি! নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দীর্ঘদিন ধরেই লোকো পাইলটদের সংগঠনগুলি দীর্ঘ কর্মঘণ্টা কমানোর দাবি করে আসছে। ইতিমধ্যেই কংগ্রেস অভিযোগ করেছে যে, লোকো পাইলটদের ২১ শতাংশ এবং সহকারী লোকো পাইলটদের ৮ শতাংশ পদ বর্তমানে শূন্য রয়েছে। এদিকে, নতুন নিয়োগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। ওই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভি বালাচন্দ্রন জানিয়েছেন যে, ALP-র শূন্যপদ বৃদ্ধির জন্য তারা আগেই দাবি জানিয়েছিলেন। তিনি বলেন “এখন রেলওয়ে বোর্ড এটি অনুমোদন করেছে। যার ফলে এটি সিস্টেমের ওপর কিছুটা চাপ কমাবে।” এর পাশাপাশি, বর্তমান বিশ্রামের চাহিদা এবং আন্তঃরেলওয়ে স্থানান্তরের অনুরোধ বিবেচনা করার মাধ্যমে বর্তমান জনবলের মান পর্যালোচনা করা নিশ্চিতভাবে প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর