আমেরিকার কড়া হুঁশিয়ারি সত্বেও রাশিয়া থেকে ভারতে আসতে চলেছে প্রায় দ্বিগুণ পরিমাণ তেল

রাশিয়া এবং ইউক্রেন (Russia vs Ukraine) যুদ্ধের মাঝে যখন আমেরিকাসহ গোটা ইউরোপের দেশগুলি রাশিয়ার সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে, সেই মুহুর্তে সে দেশ থেকে অশোধিত তেল কেনা প্রসঙ্গে প্রথম থেকেই ভারতের (India) বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় আমেরিকাকে। এমনকি নিজেদের প্রতিনিধি পাঠিয়েও ভারতের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের হুঁশিয়ারি সত্বেও বর্তমানে রাশিয়ার থেকে প্রায় দ্বিগুন পরিমাণ অশোধিত তেল কেনার পথে পা বাড়ালো ভারত।

বর্তমানে ভারতের একাধিক তেল সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের মতে, সরকারি দরপত্রের দ্বারা বিদেশ থেকে অশোধিত তেল আমদানি করতে তারা আগ্রহী নয়, বরং বেসরকারি ভাবে যদি তুলনামূলক কম দামে তেল কিনতে পারা যায়, তবে তা অনেক লাভজনক হবে। সূত্রের খবর, সম্প্রতি রাশিয়ার অধীনস্থ উরালের কাছ থেকেও তেল আমদানি করে ভারত এবং তা যে অনেক কম দামে আমদানি করা গেছে, তা বলা বাহুল্য।

বলে রাখা ভালো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ইউক্রেন দেশের ওপর রুশ সেনার অকথ্য অত্যাচার-এর ফলে রাশিয়ার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে আমেরিকাসহ অধিকাংশ ইউরোপীয় দেশ। কিন্তু তা সত্ত্বেও রাশিয়া থেকে তেল সহ একাধিক জিনিসপত্র আমদানি করতে থাকে ভারত। এর ফলে আমেরিকা ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেও রাশিয়ার থেকে কম দামে তেল পাওয়ার সুযোগ কোনোমতেই হাতছাড়া করতে চায়নি ভারত এবং বর্তমানেও যেভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে চলেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ তেল তারা আমদানি করতে চলেছে বলেই খবর মিলেছে।

এ বিষয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “দেশের স্বার্থ আমাদের কাছে সবার আগে এবং এই কারণে আমরা যেকোনো পদক্ষেপই নিতে পারি।” আর এবার ভারতীয় তেল ব্যবসায়ী এবং সংস্থাগুলির বর্তমান পদক্ষেপে এই ধারণা স্পষ্ট হলো যে, মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়ার থেকে তেল আমদানি তারা কোন মতেই বন্ধ করবে না বরং ভবিষ্যতে সেই মাত্রা আরো বৃদ্ধি পেতে চলেছে।

 


Sayan Das

সম্পর্কিত খবর