অবিশ্বাস্য হারে দাম কমল ভারতীয় মুদ্রার! ডলারের নিরিখে কতটা হল মূল্যহ্র্রাস?

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের দিনেই  অবিশ্বাস্য হারে কমল ভারতীয় মুদ্রার (Indian Rupee) দাম। যার ফলে উৎসবের দিনেই ফিকে  হয়ে গেল ভারতীয়দের আনন্দ। বৃহস্পতিবার কালী পুজোর দিনেই  রেকর্ড হারে দাম কমলো ভারতীয় মুদ্রার (Indian Rupee)। ভারতীয় মুদ্রার (Indian Rupee) এই রেকর্ড পতনের ফলে এদিন এক ধাক্কায় ডলারের দাম গিয়ে দাঁড়িয়েছে ৮৪.০৯২৫ টাকায়।

ভারতীয় মুদ্রার (Indian Rupee) রেকর্ড পতন

প্রসঙ্গত আগেও  একবার ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম কমে দাঁড়িয়েছিল ৮৪.০৯০০ টাকা। এটাই ছিল সর্বোচ্চ পতন। কিন্তু আচমকাই আবার   টাকার দাম এত কমে যাওয়ার কারণ কি? মূলত শেয়ার বাজারে ক্রমাগত খারাপ ফলাফল কেও ভারতীয় মূল্য দাসের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও নভেম্বরের ৫ তারিখেই আমেরিকায় ভোট।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের এই ভোটগ্রহণ পর্ব নিয়ে তৈরি হয়েছে অস্থির পরিবেশ। তার প্রভাবেও টাকার এই অবমূল্যায়ন হয়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের দাবি রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট আবার যদি আমেরিকার কুর্সি দখল করে তাহলে আরও শক্তিশালী হতে পারে আমেরিকান ডলার।

আগামীদিনে  তারই ভালো রকম প্রভাব পড়বে, এশিয়া মহাদেশের দেশ গুলির ওপরেও। তাই আগামীদিনে ডলারের দাম বৃদ্ধির সাথে সাথে এই দেশগুলির টাকার দামও আরও  কমতে শুরু করবে। অন্যদিকে ভারতীয় শেয়ার বাজার থেকে মুখ ফেরাচ্ছেন লগ্নিকারীরা। তবে অক্টোবর মাসেই  ১ হাজার ১০০ কোটি ডলার এ দেশের স্টক মার্কেট থেকে তুলে নিয়েছেন বিদেশি লগ্নিকারীরা।

আরও পড়ুন : দেশে ফিরল এক লক্ষ কেজি সোনা! হলুদ ধাতু নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

আর এদের একটা বড় অংশ চীনের শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করেছেন। তাই বিশেষজ্ঞদের দামি আগামী দিনে এই পরিস্থিতির বদল না হলে টাকার দামের উন্নতি হওয়াও সম্ভব নয়। তবে স্টক মার্কেটের এক বিনিয়োগকারীর কথায় গত কয়েক সেশন  ধরেই টাকার দাম ক্রমাগত কমতে শুরু করেছিল  .এদিনও সেই ধারা অব্যাহত থেকে গেছে।

Money 2

তবে তিনি আশা প্রকাশ করেছেন এই পতন ঠেকাতে  রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্রুত কোনো পদক্ষেপ করবে। কারণ তারা কখনওই টাকার দামের উপর নিয়ন্ত্রণ হারাতে চাইবে না। এখানে বলে রাখি এশিয়ার অন্যান্য দেশগুলির তুলনায় ডলারের নিরিখে ভালো ফল করেছে ভারতীয় টাকা। রিপোর্ট বলছে, শেষ এক মাসে অন্যান্য দেশগুলোর টাকা দামের তুলনায় ভারতীয় টাকার পতন তুলনামূলকভাবে কম হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর