নতুন বছরে এই প্রথম! ডলারের নিরিখে বাড়ল টাকার দর, কত হল বৃদ্ধি?

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলেই এল সুসংবাদ। ডলারের সামনে এবার কিছুটা হলেও ঘুরে দাঁড়াল টাকা (Indian Rupee)। এদিন সকালেই লেনদেনের সময় স্পষ্ট হয়ে যায় যে, ডলারের (Dollar) সাপেক্ষে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে টাকার দর। সূত্রের খবর, গত বছর নভেম্বরের পর এক দিনের মধ্যে টাকার দাম সবচেয়ে শক্তিশালী হয়েছে।

ভারতের টাকার (Indian Rupee) দামে বড় বদল

ডলারের নিরিখে টাকার (Indian Rupee) দাম বৃদ্ধি পেয়েছে ০.১ শতাংশ। বর্তমানে স্থির হয়েছে ৮৫.৭২ টাকায়। সপ্তাহের প্রথম দিন সোমবারেই ডলারের সাপেক্ষে ৮৫.৭৭ টাকা ছিল টাকার দাম। সেই দিক থেকে বিচার করলে, ডলারের দাম পড়ে গিয়েছে প্রায় ০.৩ শতাংশ। রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ার দেশগুলির আঞ্চলিক মুদ্রার দর ০.২ থেকে ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Indian Rupee vs Dollar present status

 

এখন অবশ্য ভারতীয় মুদ্রার (Indian Currency) লাভের সময়। আঞ্চলিক মুদ্রার দর বাড়ার সুফল পাচ্ছে ভারত। মনে করা হচ্ছে, বিদেশি ব্যাঙ্কগুলি ডলার বিক্রি করায় ভারতীয় টাকার মূল্যবৃদ্ধি হয়েছে। ব্যবসায়ীদের একাংশের মতে, দুটি বড় বিদেশি ব্যাঙ্কের হাত রয়েছে টাকার দর বৃদ্ধির পিছনে। তার কারণ হল, বিদেশি ব্যাঙ্কগুলি পরপর ডলার বিক্রি করেছে।

আরোও পড়ুন : এবার বিনা কাগজপত্রেই পাবেন পার্সোনাল লোন! সহজেই হাতে আসবে ক্যাশ, জানুন পদ্ধতি

প্রসঙ্গত উল্লেখ্য, টাকার দাম ২০২৪ সালের শেষ দিনেও এক্কেবারে তলানিতে নেমে যায়। নতুন বছরের শুরুর দিনগুলোতেও টাকার দরে বিশেষ একটা পার্থক্য দেখা যায় নি। সূত্রের খবর, আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ প্রত্যাশার তুলনায় রক্ষণশীল পদক্ষেপ করায় এবং ভারতীয় অর্থনীতির বিভিন্ন মাপকাঠিতে শ্লথতার লক্ষণ স্পষ্ট হওয়ায় নতুন বছরেও টাকা দুর্বল থাকবে।

Indian Rupee vs Dollar present status

বিশেষজ্ঞরা অবশ্য টাকার (Indian Rupee) দর কম থাকার কারণ ব্যাখা করেছিলেন। তবে, আন্তর্জাতিক বাণিজ্য মহল আশা করছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য শুল্ক নীতি তেমন আক্রমণাত্মক হবে না। ভারতীয় মুদ্রা-সহ এশিয়ার দেশগুলির আঞ্চলিক মুদ্রার দর বৃদ্ধির পিছনে এটিও একটি কারণ বলে মনে করছেন অনেকেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর