করোনা ভাইরাস নিয়ে বড়ো মন্তব্য ভারতীয় বিজ্ঞানীদের,জানালেন ভ্যাকসিন আবিষ্কারের সময়সীমা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধের সঠিক ভ্যাকসিন (Vaccine) এখনও তৈরি করা সম্ভব হয়নি। হাইড্রক্সি ক্লোরোকুইন প্রয়োগ করলে সাময়িকভাবে করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হলেও, এই রোগ কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাচ্ছে না। সঠিক ওষুধ বানাতে এখনও সময় লাগবে বলে জানাচ্ছে বিজ্ঞানীরা। ২০২১ সালের আগে কোনভাবেই এই মারণ রোগের প্রতিষেধক আবিষ্কার সম্ভব নয় বলেও জানান তারা।

corona index 2003171712

সমগ্র বিশ্ব এখন একত্রিত হয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের চেষ্টায় লেগে রয়েছে। কিন্তু এখনও অবধি এই ভাইরাসের প্রতিকারের সঠিক ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি। এই ওষুধ আবিষ্কার করতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছিল বিজ্ঞানীরা। তবে এখন ভারতীয় (India) বিজ্ঞানীরা জানাচ্ছে ২০২১ সালের আগে কোনভাবেই এই রোগের ওষুধ বানানো সম্ভব নয়।

ভারতের ছয়টি সংস্থা এই ওষুধ তৈরি কাজে নিয়জিত রয়েছে। সিইপিআই -এর ভাইস চেয়ারম্যান কং বলেছেন, ‘কোন রোগের ওষুধ তৈরিতে অনেক জটিল পদ্ধতি এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে এই রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে ১০ বছর সময় লাগবে না। কমপক্ষে ১ বছর প্রয়োজন হবে। তবেই সঠিক ওষুধ আবিষ্কার করা সম্ভব হবে’। তার এই কথায় একমত হয়েছেন কেরালার রাজীব গান্ধী কেন্দ্রের বায়োটেকনোলজির চিফ সায়েন্টিফিক অফিসার ই শ্রীকুমার এবং হায়দরাবাদের সিএসআইআর-সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির পরিচালক রাকেশ মিশ্রও বিশ্বাসও। তাঁদের মত, একটা বছর সময় লাগবে এই মারণ ভাইরাসের প্রতিরোধক আবিষ্কার করার জন্য।

corona

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে সমগ্র বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লক্ষ ২৭ হাজার এবং মৃতের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়েছে। অপরদিকে ভারতে করোনা ভাইরাসের ফলে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা ৪২২ জন। এই পরিস্থিতিতে লকডাউনের মাধ্যমে নাগরিকদের গৃহবন্দি রেখে করোনা সংক্রমণ এড়ানো হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর