বাংলা হান্ট ডেস্ক: অসীম মহাবিশ্বের প্রতিটি অংশে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য। যে রহস্য উন্মোচনের জন্য বছরের পর বছর ধরে নানাভাবে চেষ্টা করে আসছেন বিজ্ঞানীরা (Scientists)। এমতাবস্থায়, প্রায়শই এমন কিছু তথ্য বিজ্ঞানীদের কাছে এসে পৌঁছয় যা অবাক করে দেয় সবাইকেই। এমনকি, সেগুলি মহাকাশের বিভিন্ন গোপন দিকগুলি সম্পর্কে অনুসন্ধানের ক্ষেত্রে নতুন দিগন্তও খুলে দেয়।
এমতাবস্থায়, সম্প্রতি ভারতের বিজ্ঞানীরা এমন একটি বিষয়ে আবিষ্কার করেছেন, যা সারা বিশ্বের বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। মূলত, বর্তমানে একটি মহাজাগতিক ঘটনার ছবি সামনে এসেছে বিজ্ঞানীদের কাছে। যে ছবিটি তোলার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়েছে ভারতের বিজ্ঞানীদের। আর সেই কারণেই এই কৃতিত্ব আরও জোরদার হয়েছে।
মূলত, মহাকাশে এই প্রথমবারের জন্য এক বিরল ঘটনা পরিলক্ষিত হয়েছে। জানা গিয়েছে, দু’টি গ্যালাক্সি পুরো ৮ বছর ধরে মুখোমুখি ঘোরার পর গ্যালাক্সি থেকে একটি জেট স্প্রে নির্গত হয় যা অন্য গ্যালাক্সির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এমতাবস্থায় ওই সংঘর্ষের পরে, সেই জেট স্প্রে অন্য গ্যালাক্সিতে না গিয়ে পুনরায় ফিরে এসেছে। আর এই ঘটনাই প্রত্যক্ষ করেছেন পুণের একদল বিজ্ঞানী।
RAD র মহাকাশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এটি : এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, RAD নামের একটি সংস্থার বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন। পাশাপাশি, এটির প্রথম ছবিও তুলেছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে এই প্রথম এহেন ঘটনা ক্যামেরায় ধরা পড়ল। এদিকে, এই উভয় ছায়াপথই হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও, এই ঘটনার সঠিক কারণ সম্পর্কে জানতে ইতিমধ্যেই বিজ্ঞানীরা অনুসন্ধান শুরু করেছেন।
জেট স্প্রে’র ধাক্কার ছবি ক্যামেরায় ধরা পড়েছে: এদিকে, জেট স্প্রে’র এই ছবি ভারতীয় বিজ্ঞানীদের ক্যামেরায় ধরা পড়ার ঘটনাটিকে নিঃসন্দেহে একটি বড়সড় সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। এই ছবি সামনে আসার পরেই ভারতের পাশাপাশি বিশ্বের বহু বিজ্ঞানী এই বিষয়ে গবেষণা করছেন। এছাড়াও, এই পুরো ঘটনাটিকে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টাও করছেন বিজ্ঞানীরা।