বিশ্বকাপের আগে এই খেলোয়াড়ের মন ভেঙে ছিলেন নির্বাচকরা, এবার ট্যুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ভারত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০০৭ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের এই হতাশাজনক পারফর্ম্যান্সের পর স্বাভাবিক উঠছে নানা প্রশ্ন, একদিকে যেমন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন কোহলির অধিনায়কত্ব নিয়ে তেমনি প্রশ্ন উঠছে নির্বাচকদের নিয়েও। অনেকেই মনে করেন দল নির্বাচনে মারাত্মক কিছু ভুলের জেরেই এই ফল ভুগতে হয়েছে ভারতীয় শিবিরকে। বিশেষত স্পিন বিভাগের নির্বাচন নিয়ে নির্বাচকদের ওপর খড়্গ হস্ত হয়েছেন অনেকেই। কারণ এবারের বিশ্বকাপের জন্য স্পিনার হিসাবে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা ছাড়া যাদের ওপর ভরসা করেছিলেন নির্বাচকরা তারা প্রত্যেকেই ছিলেন অনভিজ্ঞ তরুন মুখ এবং বিশ্বকাপে তাদের পারফর্ম্যান্সও খুবই হতাশাজনক।

ইউএইতে এই বিশ্বকাপে রীতিমত আক্রমনাত্মক প্রমানিত হয়েছেন বিভিন্ন দেশের লেগ স্পিনাররা। অথচ এখনও পর্যন্ত চার ম্যাচে একজনও লেগ স্পিনার খেলায়নি ভারতীয় শিবির। অথচ ভারতের সবচেয়ে অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দর চাহালকে উপেক্ষা করে রাহুল চাহারকে সুযোগ দিয়েছিলেন ভারতীয় নির্বাচকরা। তাদের যুক্তি ছিল আরব আমিরশাহীর ধীর গতির পিচে দ্রুত গতির লেগ স্পিনার হিসাবে বড় প্রভাব ফেলতে পারবেন রাহুল। কিন্তু প্রস্তুতি ম্যাচেও একেবারেই ফর্মে ছিলেননা চাহার, যার জেরে তাকে খেলানোর ঝুঁকিই নিতে পারলেন না বিরাট। অথচ আইপিএল জুড়ে দুরন্ত ফর্মে থাকা চাহালকে নিজেকে প্রমান করার সুযোগই দেওয়া হল না।

যদিও পরিসংখ্যানের নিরিখে দেখতে গেলে এবারেরে আইপিএলে ১৫ ম্যাচে ১৮ টি উইকেট শিকার করে আরসিবিকে প্লে অফে তুলেছিলেন চাহালই। অন্যদিকে লাগাতার খারাপ ফর্মে থাকা চাহার শেষ পর্বে নিজের আইপিএল দল মুম্বাই থেকেও বাদ পড়ে যান। ১১ ম্যাচে এবার আইপিএলে তার শিকার ছিল ১৪ উইকেট। তাই নির্বাচকরা তাকে সুযোগ না দেওয়ায় স্বাভাবিক ভাবেই প্রচন্ড ভেঙে পড়েছিলেন চাহাল।

শুধু তাই নয় স্পিন বিভাগে নির্বাচকদের আরেকটি সিদ্ধান্তও তাদের রীতিমত প্রশ্নের মুখে ফেলেছে। গত দুই বছর আরব আমিরশাহীতে খেলা আইপিএলে রীতিমত ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছিলেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। সেই কারণেই তাকে সোজাসুজি বিশ্বকাপের দলে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপে তিন ম্যাচে একবারেই প্রভাব ফেলতে পারেননি তিনি। পাকিস্তান নিউজিল্যান্ড তো বটেই এমনকি স্কটল্যান্ডের বিরুদ্ধেও কোন উইকেট দখল করতে পারেননি বরুণ। যার জেরে অনেকেই মনে করছেন ভারতীয় দল থেকে এবার স্থায়ীভাবে বাদ পড়ে যেতেই পারেন বরুণ এবং চাহার।

 

সম্পর্কিত খবর

X