ফের শুটিং বিশ্বকাপে ভারতের ঝুলিতে সোনা। এই নিয়ে এবারের শুটিং বিশ্বকাপে ভারতের ঝুলিতে ছ-ছ’টা সোনা। এবার ভারতের মুখ উজ্জ্বল করে শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারত মায়ের সন্তান সৌরভ চৌধুরী এবং মানু ভাকের জুটি। এই জুটি তাদের বিশ্বকাপ অভিযান শেষ করলেন সোনা জয়ের মধ্যে দিয়ে। 10 মিটার এয়ার পিস্তল মিক্স ডাবলস ইভেন্টে সোনা জিতলেন এই জুটি। সেই সাথে এই একই ইভেন্টে রুপো পেল আরেক ভারতীয় জুটি ইয়াশাশ্বিনী সিং দেশওয়াল এবং অভিষেক বর্মা জুটি। অর্থাৎ এই ইভেন্টে আর কোনো অন্য দেশকে বিন্দুমাত্র দাঁড়ানোর সুযোগ পেতে দেয় নি ভারতীয় শুটাররা। অর্থাৎ এই জুটি পুরোপুরি ভাবে নিজেদের দখলে রাখলেন এই জুটি।
ব্রাজিলের রিওডিজেনিরোতে গত 26 শে আগস্ট থেকে শুরু হয়েছে ISSF WORLD CUP । এবারের এই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় শুটাররা। ভারত মোট 6 টি স্বর্ণ পদক পেয়েছে এই শুটিং বিশ্বকাপ থেকে। অর্থাৎ বলা যেতেই পারে যে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত এই শুটিং বিশ্বকাপ ভারতের জন্য অত্যন্ত পয়া। অন্যদিকে একের পর এক ভারতীয় শুটারদের সোনা জয় এই মুহূর্তে ভারতীয় শুটিংকে আরও উচ্চ মাত্রায় পৌঁছে দিচ্ছে।
ইয়াশাশ্বিনী সিং দেশওয়াল, অপূর্বি চন্ডিলা, দীপক কুমার, এলাভেনিল ভালারিভান এবং অভিষেক বর্মার পর এবার শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন সৌরভ চৌধুরী এবং মানু ভাকের।
সোনা জয়ের পরেই তারা নিজেরা যেমন উচ্ছসিত তেমনি গোটা দেশ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তাদের জন্য। জয়ের পর তারা সমস্ত কৃতিত্বটাই দিয়েছেন কোচ এবং ফ্যামিলি মেম্বারদের।