বড়সড় হামলার ছক ধ্বংস করল ভারতীয় সেনা, অস্ত্রসহ পাকিস্তানের ড্রোন ঢুকেছিল সীমান্ত পেরিয়ে

বাংলাহান্ট ডেস্কঃ ফের একবার ভারতে (india) ঢুকে হামলা করার চক্রান্ত করেছিল পাকিস্তান (Pakistan) । অস্ত্রসহ তাদের ড্রোন ভারতের আকাশসীমায় ঢুকে পরে। সম্ভবত সীমান্তের এপারে জঙ্গীদের কাছে অস্ত্র পৌঁছে দিতেই এই ড্রোন পাঠানো হয়েছিল বলে খবর। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী তৎপরতার সাথে ড্রোনটিকে মাটিতে নামিয়েছে।

IMG 20200620 102630

আজ ভোর বেলা জম্মু কাশ্মীরের রাথুয়া গ্রামের কাছে ড্রোনটিকে উড়তে দেখে সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) টহলদারি দল। তৎপরতার সাথে আকাশে 8 রাউন্ড গুলি করে ড্রোনটিকে মাটিতে নামানো হয়। 1 টি এম -4 মার্কিন রাইফেল, 2 টি ম্যাগাজিন, 60 রাউন্ড গুলি এবং 7 টি গ্রেনেড বহন করছিল ড্রোনটি।

IMG 20200620 102623

শনিবার ভোর ৫.১০ মিনিটে বিএসএফের বর্ডার ফাঁড়ি পানসারের কাছে একটি পাকিস্তানি গুপ্তচর ড্রোনকে উড়তে দেখে বিএসএফ। বিএসএফ এর দেবেন্দ্র সিং 9 মিমি বারেটার থেকে 8 রাউন্ড গুলি চালিয়ে এটিকে মাটিতে নামিয়েছেন বলে জানা যাচ্ছে। ভারত সীমান্তের 250 মিটার ভিতরে চলে এসেছিল ড্রোনটি।

IMG 20200620 102620

জানা যাচ্ছে, ড্রোনটির ওপর আলি ভাই নাম লেখা ছিল। সম্ভবত পাকিস্তান থেকে ভারতে বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র পাঠানো হচ্ছিল। প্রসঙ্গত, জইশ-ই-মহম্মদ এর জঙ্গীদের কাছ থেকে একই রকম অস্ত্র উদ্ধার করেছে সেনা। সম্ভবত বড় কোনো হামলার ছককে রূপ দেওয়ার জন্য ভারতে ড্রোন করে এই অস্ত্রগুলি পাঠানো হচ্ছিল। এর আগের এরকম বেশ কয়েকটি পরিকল্পনা ব্যার্থ করেছে ভারতীয় সেনা।

সম্পর্কিত খবর