লেহ এর অর্ধেক চীন দখল করুক, তারপর মোদির অবস্থা খারাপ হবেঃ জাকির হোসেন, কংগ্রেস নেতা

বাংলাহান্ট ডেস্কঃ ভারত চীন সংঘর্ষের মধ্যেই এক বিতর্কিত মন্তব্য করেন লাদাখের (Ladakh) কংগ্রেস (Indian National Congress) নেতা জাকির হুসেন (Zakir Hussain)। এক বন্ধুর সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের কিছু অংশ ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েন কংগ্রেসের এই নেতা। তাঁর করা মন্তব্যের জেরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

কংগ্রেস নেতার এই বিস্ফোরক বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর কংগ্রেস দল জানিয়েছেন, তারা এবিষয়ে কিছুই জানে না এবং এটি তাঁর “ব্যক্তিগত কথা” বলেও আখ্যায়িত করছে।

nationalherald 2020 06 9ee8b175 1a49 49b7 b3b8 01f6fcc2acba 2020 6 largeimg 179773178 1

ভারত-চীন যুদ্ধ
ভারত চীন সীমান্তে বৈঠক চলাকালীন চীনা সেনার আকস্মিক হামলায় শহীদ হয় ভারতের ২০ জন জওয়ান। পাল্টা ভারতীয় সেনার আঘাতেও খতম হয় চাইনিজ সেনা। এই ঘটনার প্রতিবাদে সারাদেশ জুড়ে চীনা পণ্য বর্জনের দাবীতে সোচ্চার হয় ভারতবাসী। জ্বালানো হয় চীন প্রধান জিনপিং-এর কুশপুতুল এবং পোড়ানো হয় চীন পণ্য। তবে এই ঘটনার মধ্যেই লাদাখের এক কংগ্রেস নেতার কিছু বিতর্কিত মন্তব্যের জেরে সরগরম হয় দেশবাসী।

কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য
১৫ ই জুন গালওয়ান উপত্যকায় ভারত চীন সংঘর্ষের পরই লাদখের কংগ্রেস নেতা জাকির হুসেনের এক অডিও ক্লিপিং সাফ হয়ে যায়। যেখানে তিনি তাঁর এক বন্ধুকে ভারতীয় সেনা সৈন্যদের প্রতি বিদ্রূপ এবং চীনা সেনাবাহিনীর প্রশংসা করছেন। টাইমস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকির হুসেন তাঁর বন্ধুকে বলেছেন, সীমান্ত এলাকায় ভারতের সঙ্গে চীনের যুদ্ধে ভারতের প্রায় ২২ জন সেনা মারা গেছে। কিন্তু চীনের নাকি কোন ক্ষয়ক্ষতিও হয়নি। এমনকি তিনি এও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে গর্ব করতেন, তখন চীন ভারতের ভূখণ্ডকে আগে ভাগেই দখল করে নিয়েছিল।

ladakh 2

কংগ্রেস দলের ব্যাখ্যা
কংগ্রেস নেতার এই বিতর্কিত মন্তব্যের জেরে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাঁর এই মন্তব্যের জেরে কংগ্রেস দল বলেছে এটি তাঁর “ব্যক্তিগত কথা। এই বিষয়ে তারা কিছুই জানে না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর