বিয়ের কয়েক মাসেই সুখবর! পরম-পিয়ার ঘরে এল নতুন সদস্য, সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন নিজেরাই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) দ্বিতীয় বিবাহ নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) সাথে সুখে ঘর সংসার করছেন পিয়া। অন্যদিকে পিয়ার প্রাক্তন স্বামী গায়ক অনুপম রায়। তাই স্বাভাবিকভাবেই পরমব্রত ও পিয়ার বিয়ে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। পরমব্রতকে বিয়ে করার সিদ্ধান্ত জানানোর পর থেকেই পিয়া চক্রবর্তীকে নানা রকম ভাবে ট্রোল করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়।

বাদ যাননি পরমব্রতও। তবে পরম-পিয়া এসবে পাত্তা দিতে নারাজ। তাঁরা নিজেদের মতো করে চুটিয়ে ঘর সংসার করছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পিয়া জানিয়েছেন তাঁর জীবনে এসেছে একটি নতুন প্রাণ। এখন পিয়া খুব ব্যস্ত সেই নতুন সদস্যকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পিয়া তাঁর নতুন অতিথিকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেন।

 আরোও পড়ুন : ১২টি স্পেশাল ট্রেন চলবে জয়েন্টের দিন, ঘোষণা বাড়তি মেট্রোরও! জেনে নিন সময়সূচি

এর সাথে তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি। কারণ এই ছোট্ট প্রাণটি আমার জীবনের অনেকটা সময় কেড়ে নিচ্ছে। যাকে আমি গত সপ্তাহে আমার অফিস চত্বর থেকে পেয়েছি। এত্ত নরম, উষ্ণ আর গায়ে প্রচুর লোম।’পিয়া চক্রবর্তী যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তাঁর কোলে রয়েছে একটি ছোট্ট বিড়াল ছানা। 

এই বিড়ালটিকে নিয়ে এখন চরম ব্যস্ত পিয়া। পিয়ার সাথে যে এই বিড়ালের সখ্যতা বেশ মধুর হয়েছে তা ছবি থেকেই স্পষ্ট। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিয়া এই বিড়ালটিকে দত্তক নেওয়ার আর্জি জানান। তবে সাড়া না মেলায় আপাতত এই বিড়ালটিকে নিজের কাছেই রেখে দিয়েছেন তিনি। পিয়া জানিয়েছেন ভবিষ্যতে তিনি নিজেই এই বিড়ালটিকে দত্তক নিতে পারেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X