Chandrayaan 3: চলে এলো সুখবর! চাঁদের মাটিতে এই খাজানা পেল ISRO

Published On:

বাংলাহান্ট ডেস্ক : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত। চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার পর থেকে ISRO (Indian Space Research Organisation)এর বিজ্ঞানীদের চাঁদ সম্পর্কিত অনেক তথ্য সরবরাহ করেছে চন্দ্রযান-৩। চাঁদকে আরো কাছ থেকে বোঝার জন্য এইসব তথ্য সত্যি গুরুত্বপূর্ণ।

শিবশক্তি পয়েন্টের কাছেই সাফল্য পেল ISRO এর Chandrayaan 3

বর্তমানে চাঁদের শিবশক্তি পয়েন্টের কাছে গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করেছে চন্দ্রযানের প্রজ্ঞান। চাঁদের ওই অঞ্চলে উপস্থিত পাথরের টুকরো এবং সেগুলির উৎস সম্পর্কিত বিভিন্ন তথ্য ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাচ্ছে প্রজ্ঞান। চাঁদে যখন রাত সেই সময়, চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3) বিক্রম ল্যান্ডারে প্রজ্ঞান রোভারটি চন্দ্রপৃষ্ঠে প্রায় ১০৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিল।

আরোও পড়ুন : মুকেশ আম্বানির ফেভারিট খাবার কী জানেন? অজানা এই ‘ডিস’টির উপকারীতা শুনলে আপনিও খাবেন

পাশাপাশি চাঁদের মাটির উপরিতল এবং চাঁদের মাটির নীচের স্তরে বেশ কিছু পরীক্ষা চালাচ্ছিল। চন্দ্রপৃষ্ঠের ঠিক এই অংশ সম্পর্কে জানতে সারা বিশ্বের বিজ্ঞানীরা ভীষণ আগ্রহী। উল্লেখ্য,  চন্দ্রযান-৩ (Chandrayaan 3) যে চন্দ্রপৃষ্ঠের যে স্থানে অবতরণ করেছিল, সেই জায়গাটির নাম শিবশক্তি পয়েন্ট রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

আরোও পড়ুন : নিট কাণ্ডে নয়া মোড়? নিউ টাউনে হানা দিল CBI, স্ক্যানারে কে? ফাঁস হতেই তোলপাড়!

চাঁদের মাটিতে ঘোরার সময়, প্রজ্ঞান ১ সেন্টিমিটার থেকে ১১.৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের ছোট ছোট পাথরের টুকরো খুঁজে পেয়েছে।Chandrayaan 3 এর এই আবিষ্কার ঘিরে পুর বিশ্বের বৈজ্ঞানিকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা মিলছে। বিশেষজ্ঞদের মতে এটা কোণও ছোটো খোঁজ নই বরং এই পাথরের টুকরোগুলি মানব সভ্যতার দিকদিশা বদলে দেবে। মহাকাশ (Space) জুড়ে ভারত এইভাবে নিজের সাফল্য বিস্তার করলে তা দেশবাসীর জন্য বিরাট গর্বের তা নিয়ে কোণও সন্দেহ নেই।

চন্দ্রযান-৩-এর এই নতুন আবিষ্কারে বিজ্ঞানীরা জানতে পারেন, প্রজ্ঞান রোভারটি যখন শিবশক্তি পয়েন্টের পশ্চিম দিকে প্রায় ৩৯ মিটার এগিয়ে যেতেই সেখানকার পাথরগুলিতে কিছু বিশেষত্ব লক্ষ্য করে প্রজ্ঞান। চাঁদের পাথরে ‘মহাকাশ আবহবিকার’ ধরা পড়েছে প্রজ্ঞানের কাছে।

Chandrayaan 3

চন্দ্রযান-৩ মিশনে দারুণ সাফল্য অর্জনের পর, এবার ইসরোর লক্ষ্য চন্দ্রযান-৪। ইসরো প্রধান এস সোমনাথ জানান, ভারতের পরবর্তী চন্দ্র মিশন চন্দ্রযান-৪-এর চূড়ান্ত পরিকল্পনা চলছে। ইসরো চাইছে, চাঁদে প্রজ্ঞানের চোখে ধরা পড়া ওই সমস্ত পাথর এবং মাটি সংগ্রহ করে নমুনা হিসেবে নিয়ে আসতে। এই নিয়ে বর্তমানে কাজ চলছে। ইতিপূর্বে মঙ্গল গ্রহ থেকে মাটি পাথরে নমুনা সংগ্রহ করে এনেছিল আমেরিকা। এবার সেই পথেই হাঁটতে চলেছে ইসরো।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X