দলে ফিরেছেন অধিনায়ক রোহিত, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে রইলো একাধিক চমক

বাংলার হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে চোটের কারণে যেতে পারেননি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের কাছে সকলকে স্বস্তি দিয়ে রোহিত শর্মা ফিট হয়ে উঠেছেন এবং ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের অধিনায়কত্ব করবেন। ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিনটি ওয়ান ডে দিয়ে শুরু হবে। তারপরে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

রোহিত শর্মা উভয় সিরিজেই ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক লোকেশ রাহুল দ্বিতীয় একদিনের ম্যাচ থেকে দলে ফিরবেন। কুলদীপ যাদবও ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন। বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর আগে ভারতের পরীক্ষা-নিরীক্ষায় সেট-আপে কিছু নতুন মুখও উঠে এসেছে।

   

avesh khan and ravi bishnoi

তরুণ স্পিনার রবি বিশ্নইকে উভয় ফরম্যাটে দলে জায়গা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ঋষি ধাওয়ান আরও একবার দলে জায়গা পাননি। তার বদলে স্পিনার অলরাউন্ডার দীপক হুডাকে ওয়ান ডে দলে জায়গা দেওয়া হয়েছে। যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, অন্যদিকে রবীন্দ্র জাদেজা এখনও চোটের জন্য দলে জায়গা পাননি। তার বদলি অক্ষর প্যাটেল ওডিআই সিরিজে জায়গা না পেলেও টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরবেন। সেই সঙ্গে পেসার আবেশ খানও প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।

সম্পূর্ণ ওয়ান ডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান।

সম্পূর্ণ টি-টোয়েন্টি স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিশ্নই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর